সলমন খানের প্রথম প্রেমিকা কে? এই প্রশ্নটি উঠলেই অনেকে বলবেন সঙ্গীতা বিজলানি। কিন্তু না। সঙ্গীতার আগেও তাঁর জীবনে আরও এক জন এসেছিলেন। ঐশ্বর্য থেকে বিজলানি, কে কে সলমনের মনে জায়গা করেছিল জানেন?
1/6বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবে পরিচিত অভিনেতা সলমন খান। বয়স পঞ্চাশ পেরোলেও এখনও বিয়ে করেননি তিনি। একাধিক বলিউড সুন্দরীর সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সঙ্গীতা বিজলানি থেকে, ঐশ্বর্য, ক্যাটরিনা, ইউলিয়া… সলমনের প্রেমিকা তালিকা বেশ দীর্ঘ। জানেন কতবার মন ভেঙেছে ভাইজানের?
2/6সঙ্গীতা বিজলানি- সলমনের প্রেমিকায় তালিকায় প্রথমে নাম আসে সঙ্গীতা বিজলানির। সঙ্গীতার সঙ্গে বেশ সিরিয়াস সম্পর্কে ছিলেন অভিনেতা। এমনকি তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। জানা যায়, কোনও এক বিশেষ কারণে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন সঙ্গীতা। সংবাদমাধ্যমের সামনে তুলোধনা করে বলেছিলেন, সলমন তাঁকে প্রতারণা করেছেন। প্রেমিক হওয়ার যোগ্য নন অভিনেতা। যদিনও বর্তমানে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
3/6ঐশ্বর্য রায়- বলিউডে চর্চিত রিলেশনশিপ গুলির মধ্যে অন্যতম ছিল সলমন এবং ঐশ্বর্যের সম্পর্ক। শোনা যায়, ঐশ্বর্যকে নিয়ে ওভারপজেসিভ ছিলেন সলমন। এমনকি অভিনেত্রীর গায়ে একবার হাত তুলেছিলেন তিনি, সেই কারণে দু-জনের মধ্যে তিক্ততায় ভরা বিচ্ছেদ হয়।
4/6ক্যাটরিনা কাইফ- সলমনের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। দুজনের জুটি ছিল সুপার হিট। দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন তাঁরা। কানাঘুষো শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্কে থাকাকালীন মোটেই খুশি ছিলেন না ক্যাটরিনা। সলমনের রাগচটা স্বভাব এবং ছোটো পোশাক পরার কারণে ক্যাটরিনার উপর চোটপাট করায় নাকি সম্পর্ক ভেঙেছিল তাঁদের।
5/6ফারিয়া আলম- সলমনের সঙ্গে একাধিকবার ফারিয়া আলমের নাম জুড়েছে। শোনা যায়. সলমনের উঠতি কেরিয়ারে প্রচুর ব্যাক সাপোর্ট দিয়েছিলেন ফারিয়া। যদিও ফারিয়া কখওনই তাঁর এবং সলমনের সম্পর্কের কথা স্বীকার করেননি।
6/6শাহিন জাফরি- সলমন খানের প্রথম প্রেমিকা কে? এই প্রশ্নটি উঠলেই অনেকে বলবেন সঙ্গীতা বিজলানি। কিন্তু না। সঙ্গীতার আগেও তাঁর জীবনে আরও এক জন এসেছিলেন। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তাঁর জীবনে আসে শাহিন জাফরি। অভিনেতা অশোক কুমারের নাতনি শাহিন। এই শাহিন এক জন পেশাদার মডেল ছিলেন। সলমন খানের সঙ্গে তাঁর অনেক দিনের সম্পর্ক ছিল। পরে সলমনের জীবনে সঙ্গীতা বিজলানি আসার পর শাহিন একটি এয়ারলাইন্সে চাকরি নিয়ে চলে যান।