বাংলা নিউজ > বায়োস্কোপ > রঙ বদলাচ্ছেন ‘টাইগার’, ৩২ বছরের কেরিয়ারে প্রথমবার বায়োপিকে সলমন খান!

রঙ বদলাচ্ছেন ‘টাইগার’, ৩২ বছরের কেরিয়ারে প্রথমবার বায়োপিকে সলমন খান!

সলমন খান

দুর্ধর্ষ RAW এজেন্ট রবীন্দ্র কৌশিকের চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমন। 

আশির দশকের একদম শেষে ‘বিবি হো তো এয়সি’-তে রেখার দেওর হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন সেলিম খানের বড় ছেলে সলমন খান। পরের ছবি ‘মেয়নে প্যায়ার কিয়া’ সলমনের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বলিউড ডেব্যিউয়ের পর দেখতে দেখতে কেটে গিয়েছে, ৩২ বছর। সলমনের ফিল্মোগ্রাফিতে একাধিক হিট ছবি থাকলেও নেই একটিও 'বায়োপিক'। 

তবে হিসেব উলটে এবার রিল লাইফ চরিত্রকে রুপোলি পর্দায় তুলে ধরবেন ভাইজান। পরিচালক রাজকুমার গুপ্তার পরবর্তী ছবিতেই প্রথমবার কোনও বাস্তব চরিত্রে অভিনয় করবেন বলিউডের পর্দার টাইগার, জানিয়েছে পিঙ্কভিলায় প্রকাশিত এক প্রতিবেদন। আশ্চর্যজনকভাবে এই ছবিতে ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের ভূমিকায় দেখা যাবে যাবে সল্লু মিঁয়াকে। হ্যাঁ, 'ব্ল্যাক টাইগার' নামেও পরিচিত ভারতীয় ইন্টলিজেন্স এজেন্সির অন্যতম সেরা এই জানবাজ এজেন্ট। এর আগে যশ রাজ ফিল্মসের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’-র মতো ছবিতেও ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন সলমন।

পাঁচ বছর ধরে রবিন্দ্র কৌশিককে নিয়ে রিসার্চ করছেন রাজকুমার গুপ্তা 
পাঁচ বছর ধরে রবিন্দ্র কৌশিককে নিয়ে রিসার্চ করছেন রাজকুমার গুপ্তা 

এই অ্যাকশন-থ্রিলারে মিশে থাকবে ভারতীয় ইতিহাস। সাজিদ নাদিয়াদওয়ালার আগামী ছবির কাজ শেষ করেই এই ছবির কাজে হাত দেবেন ভাইজান। জানা গিয়েছে,RAW সর্বকালের অন্যতম সেরা এই গুপ্তচরের জীবন নিয়ে গত পাঁচ বছর ধরে রিসার্চ করছেন রাজকুমার গুপ্তা। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্যের প্রাথমিক কাজ শেষ, সলমন খানের সঙ্গে এই প্রোজেক্ট নিয়ে পাকা কথা হয়ে গিয়েছে পরিচালকের, জানিয়েছে এক ঘনিষ্ঠ সূত্র। 

কে এই রবীন্দ্র কৌশিক বা ব্ল্যাক টাইগার? 

১৯৭৪ সালে নবী আহমেদ শাকিরের ছদ্মবেশে পাকিস্তানে প্রবেশ করেন এই ভারতীয় গুপ্তচর। এরপর করাচী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবির ডিগ্রী নিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন রবীন্দ্র ওরফে শাকির। মাত্র কয়েক বছরের মধ্যে পাক আর্মির মেজর পদে উন্নিত হন তিনি, ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচার করতেন রবীন্দ্র। ১৯৮৩ সালে ভারতীয় গোয়েন্দা সংস্থার অপর এক অফিসারের ভুলে ধরা পড়ে যান রবীন্দ্র। এরপর গ্রেফতার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাঁকে। যদিও পরে সেই রায় পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল রবীন্দ্র কৌশিককে। ২০০১ সালে পাকিস্তানের এক জেলে মৃত্যু হয় এই ভারতীয় গুপ্তচরের। 

রবীন্দ্র কৌশিক (ছবি-সংগৃহীত)
রবীন্দ্র কৌশিক (ছবি-সংগৃহীত)

২০১৯ সালেই প্রথম প্রকাশ্যে এসেছিল রবীন্দ্র কৌশিকের জীবন নিয়ে ছবি তৈরি করতে চলেছেন ‘নো ওয়ান কিলড জেসিকা’ খ্যাত পরিচালক রাজকুমার গুপ্তা। এর আগে এপিক চ্যানেলের ‘অদৃশ্য’ সিরিজে রবীন্দ্র কৌশিকের বীরত্বের গল্প উঠে এসেছিল। তবে সবকিছু ঠিকঠাক থাকলে রুপোলি পর্দায় সলমন খানকেই দেখা যাবে এই গুপ্তচরের ভূমিকায়। 

বায়োস্কোপ খবর

Latest News

এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.