মঙ্গলবার প্রকাশ্যে এল সিকান্দার সিনেমার নতুন পোস্টার। এ আর মুরগাদোস পরিচালিত এই সিনেমাটির নতুন পোস্টার দেখে রীতিমত আপ্লুত ভক্তরা। সিনেমার পোস্টারে ভাইজানের লুক মুগ্ধ করেছে সকলকে।
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিন উপলক্ষে সিকান্দার সিনেমার নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সলমন খান। ছবিটির পোস্টার পোস্ট করে তিনি লিখেছেন, আগামী ইদে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বরের সঙ্গে মহাকুম্ভের পথে ইমন! স্নান নয়, কীসের টানে যাচ্ছেন ত্রিবেণী সঙ্গমে?
আরও পড়ুন: ডাকু মহারাজের পোস্টার থেকে উধাও উর্বশী, ভক্তেরা বলছেন, ‘প্রথম মহিলা যাকে…',
শুধু সলমন নয়, প্রোডাকশন হাউজের তরফ থেকেও এই পোস্টারটি পোস্ট করা হয়েছে। পোস্টার পোস্ট করে প্রোডাকশন হাউসের তরফ থেকে লেখা হয়েছে, সাজিদ নাদিয়াদওয়ালার জন্মদিনে একটি ছোট্ট উপহার। ২৭ ফেব্রুয়ারি আরও একটি বড় চমক অপেক্ষা করছে।
সিকান্দারের নতুন পোস্টারে সলমনকে দেখলেই বোঝা যাচ্ছে তিনি শত্রুদের দমন করতে মাঠে নেমেছেন। তাঁর হাতে একটি ধারালো অস্ত্র। চোখে প্রতিশোধের লেলিহান শিখা জ্বলছে।
সলমনের এই লুক দেখে এক ভক্ত লিখেছেন, ভাইজানের যুগ ফিরে আসছে আবার। অন্য একজন লিখেছেন, অবশেষে ভাই ফিরে এসেছে। তৃতীয় একজন লিখেছেন, বহু প্রত্যাশিত সিনেমা। চতুর্থ জন লিখেছেন, এটা একটি ব্লকবাস্টার হতে চলেছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ঈদ অর্থাৎ আগামী ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিকান্দার। সিনেমায় সলমন ছাড়া অভিনয় করবেন রশ্মিকা মান্দানা, কাজল আগারওয়াল, শরমন জোশি, সত্যরাজ, সুনীল শেট্টি সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘আমায় যদি ওয়াশরুমে যেতে হয়...’, ভ্যানিটি ভ্যান প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ রাকেশের
আরও পড়ুন: সর্দারজি ৩-এ এবার দিলজিতের সঙ্গে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির?
সিনেমাটি পরিচালনা করছেন গজনী খ্যাত এ আর মুরুগাদোস। প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। সিনেমার মুক্তির তারিখ প্রকাশিত হলেও সিনেমার গল্প এখনও প্রকাশ্যে আনা হয়নি।