বাংলা নিউজ > বায়োস্কোপ > মাঝরাতে ওয়ার্ক আউটে ব্যস্ত শার্টলেস সলমন খান, ভাইরাল ছবি

মাঝরাতে ওয়ার্ক আউটে ব্যস্ত শার্টলেস সলমন খান, ভাইরাল ছবি

সলমন খান (ছবি-ইনস্টাগ্রাম)

পানভেলের ফার্ম হাউসে জিমে ঘাম ঝরাচ্ছেন সলমন খান।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু পর স্বজনপোষণ বিতর্কের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সে সব বলিউড তারকা,তার মধ্যে অন্যতম সলমন খান। এর মাঝেই শুক্রবার মধ্যরাতে জিমে ওয়ার্ক আউট সেশন শেষে একটি শার্টলেস ছবি পোস্ট করলেন সলমন। নেটদুনিয়ায় বিদ্যুত গতিতে ভাইরাল এই ছবি। যেখানে সলমনের সিক্স প্যাক অ্যাবসে পাওয়া গেল দাবাং খানকে। হাতে ধরা মুঠোফোন। সেইদিকেই নজর তারকার। 

আপতত পানভেলের ফার্ম হাউসে রয়েছেন সলমন খান। পানভেলের জিম থেকেই সলমন এই ছবি পোস্ট করে লেখেন,' এই মাত্র ওয়ার্কিং আউট শেষ করলাম…'

View this post on Instagram

Just finished working out ....

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

১২ ঘন্টাতেই এই ছবিতে লাইক পড়েছে ১৪ লক্ষ। ফিটনেসের ব্যাপারে যে সলমন খান অত্যন্ত সচেতন তা নতুন কথা নয়। আর মাঝরাতেই ওয়ার্ক আউট করতে সবচেয়ে ভালোবাসেন ভাইজান। ৫৪ বছর বয়সেও সলমনের এই ফিট বডি তরুণ প্রজন্মকেও ফিটনেস গোলস দিতে বাধ্য! এর আগে পানভেল ফার্ম হাউজে সলমনের খানের ওয়ার্ক আউট সেশনের আরও একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজ। লকডাউনে সলমনের সঙ্গে পানভেলের ফার্মহাউজেই ছিলেন তাঁর কিকের লিডিং লেডিও। 

এই ছবির ক্যাপশনে জ্যাকলিন লেখেন, 'এটা ভগবানের দান নাকি কঠোর পরিশ্রমের ফসল?' লকডাউনে সলমন-জ্যাকলিন জুটি বেঁধে অনুরাগীদের একটি মিউজিক ভিডিয়োও উপহার দিয়েছেন-তেরে বিনা।  এই গান ছাড়াও করোনা সংকটের সময় পানভেলে বসে সলমন অনুরাগীদের উপহার দিয়েছেন আরও দুটি গান-প্যায়ার করোনা এবং ভাই ভাই। মুক্তির অপেক্ষায় রয়েছে সলমন খানের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। সলমনের এই ছবির এখনও কিছু  অংশের শ্যুটিং বাকি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবির শেষ পর্বের শ্যুটিংয়ের কাজ সারবেন সলমন খান। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভু দেব। সলমনের নায়িকা হিসাবে ছবিতে থাকছেন দিশা পাটানি।

বন্ধ করুন