কয়েক মাস আগে সলমন খানের বাড়ির সামনে গুলি চালায় দুই ব্যক্তি। এই ঘটনার পর ভাইজানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। শুরু হয় তদন্ত, গ্রেফতার করা হয় ৬ অভিযুক্তকে। এবার এই কেসে কী জানালো মুম্বই কোর্ট।
আরও পড়ুন: প্রতিযোগীদের 'জীবন বদলাতে' প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি ১৬,কবে থেকে শুরু হচ্ছে অমিতাভ সঞ্চালিত শো?
কী জানালো মুম্বই কোর্ট?
মুম্বইয়ের স্পেশ্যাল কোর্টে এদিন সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর কেসের শুনানি হয়। সেখানেই বিচারক জানান ৬ অভিযুক্তদের নামে যথেষ্ট প্রমাণ আছে। বিশেষ জাজ বিডি শেলকে এদিন মুম্বই পুলিশের পেশ করা ৬ অভিযুক্তের নামে চার্জশিট ভালো করে খতিয়ে দেখেন। এবং সেটাকে মান্যতা দেন। এমনটাই জানানো গিয়েছে পিটিআইয়ের রিপোর্টে। এখানে অভিযুক্তদের নামে একাধিক অভিযোগ করা হয়েছে, রয়েছে খুন করার ষড়যন্ত্রের কেসও।
পিটিআইয়ের রিপোর্টে জানানো হয়েছে একাধিক প্রাথমিক প্রমাণ আছে অভিযুক্তদের নামে যার উপর ভিত্তি করে এই কেস এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং অভিযুক্তদের অপরাধী প্রমাণ করা যাবে আইপিসি ৩০৭ ধরা, ৩৪ ধারা এবং ১২০ বি ধারায়। অর্থাৎ খুনের চেষ্টা, ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগ প্রমাণিত হচ্ছে। বাদ যায়নি মহারাষ্ট্র কন্ট্রোল অব অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট।
এই কেসের ৬ অভিযুক্ত হলেন ভিকি কুমার গুপ্তা , সাগরকুমার পাল, সোনুকুমার বিষ্ণোই, অনুজকুমার থাপন, মহম্মদ রফিক চৌধুরী এবং হরপল সিং। এঁদের মধ্যে অনুজ ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। আর বাকিরা পুলিশ কাস্টডিতে আছেন। এদিন পুলিশ এঁদের নামে ১৭৩৫ পাতার একটি চার্জশিট পেশ করেছে।
আরও পড়ুন: অনন্ত রাধিকাকে ৪০ কোটির ফ্ল্যাট উপহার দিলেন শাহরুখ! অক্ষয়-রণবীররা কী দিলেন আম্বানি পুত্রকে?
গত ১৪ এপ্রিল দুই ব্যক্তি বাইকে করে এসে সলমন খানের বাড়ির সামনে গুলি চালিয়ে যায়। সেই কেসের তদন্ত নেমে পুলিশ জানতে পারে বিষ্ণোই গ্যাং বহুদিন ধরেই ভাইজানকে খুন করার ছক কষছে। এমনকি পাকিস্তান থেকে বন্দুক আনানো হয়েছে। তৈরি করা হয়েছে খুনের ব্লুপ্রিন্ট।