গত মাসে বলিউড অভিনেতা সলমন খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্যাংস্টার রোহিত গোদারার বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
ক্রাইম ব্রাঞ্চ এই মামলায় গ্যাংস্টার গোদারাকেও অভিযুক্ত করেছে। ১৪ এপ্রিল মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সলমন খানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর তার সঙ্গে সংযোগ পাওয়া যায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের।
আরও পড়ুন: ‘মা বলেছে, ছেলেদের সঙ্গে…’! কড়া নিয়মে লাপাতা লেডিজের ফুল নিতাংশী, বয়স কত তাঁর?
‘মুম্বই ক্রাইম ব্রাঞ্চ এখনও পর্যন্ত সলমন খানের উপর গুলি চালানোর মামলায় ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং চার অভিযুক্ত পলাতক রয়েছে এবং তল্লাশি চলছে’, বলা হয়েছে এক রিপোর্টে।
আরও পড়ুন: মহিলা সেজে ‘অশ্লীল’ কাজ, কপিলের শোতে সুনীল গ্রোভারের কমেডির সমালোচনা সুনীল পালের
ষষ্ঠ অভিযুক্ত, হরপাল সিং-কে (৩৭) সোমবার সন্ধ্যায় হরিয়ানার ফতেহাবাদ থেকে গ্রেফতার করা হয়। তাকে মুম্বাইয়ের MCOCA (মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্ট) আদালতে পেশ করা হবে। পুলিশ আধিকারিকদের মতে, আরেক অভিযুক্ত মহম্মদ রফিক চৌধুরীকে জিজ্ঞাসাবাদের সময় হরপাল সিংয়ের ব্যাপারে তথ্য বেরিয়ে আসে। সলমনের বাড়ির আশেপাশে রেইকি চালনোর জন্য সে-ই চৌধুরীকে অর্থপ্রদান করেছিল।
আরও পড়ুন: মাথায় ৬০ লাখের দেনা ‘শিবলিঙ্গে কন্ডোম পরানো’ সায়নীর, ব্যাঙ্ক ব্যালেন্স কত?
এর আগে, পুলিশের তরফে জানানো হয়েছিল যে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই, আনমোল বিষ্ণোইয়ের হাত ছিল এই শ্যুট আউটের পিছনে। ২০২৪ সালের ১৫ মার্চ পানভেলে অস্ত্র সরবরাহ হয়েছিল শ্যুটারদের হাতে। অভিনেতার বাসভবনে গুলি চালানোর নির্দেশ গিয়েছিল। জানা যায়, দুই শ্যুটার ৩ লক্ষ টাকা করে পেয়েছিল।