বিগ বস ১৮ এর সঞ্চালক হিসেবে ফের ধরা দিতে চলেছেন সলমন খান। এবার জানা গেল তিনি এই শো সঞ্চালনা করতে প্রতি মাসে কত করে পারিশ্রমিক নেবেন। আর সেই পারিশ্রমিকের অঙ্ক শুনে চক্ষু চড়কগাছ হয়েছে সকলের।
আরও পড়ুন: ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী কী? দুর্গাপুজোয় কবে কী প্ল্যান করলেন?
বিগ বস সিজন ১৮ সঞ্চালনা করতে কত পারিশ্রমিক নিচ্ছেন সলমন?
গত ৬ অক্টোবর থেকে নতুন রূপে, নতুন সিজন শুরু হয়ে গিয়েছে বিগ বসের। রবিবার থেকেই ফের এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সলমন খান। প্রথম থেকেই এই শোয়ে এবার কারা প্রতিযোগী হিসেবে থাকছেন সেটা নিয়ে তুমুল চর্চা চলেছে। একই সঙ্গে চর্চার বিষয় ছিল সলমন খানের পারিশ্রমিক। এবার সেটা জানা গেল। হার জিন্দেগির তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে বিগ বসের এই সিজনের পরিচালনা করার জন্য সলমন খান প্রতি মাসে ৬০ কোটি টাকা নেবেন।
এই বিষয়ে হিন্দুস্তান টাইমসের তরফে সূত্রের তরফে যোগাযোগ করা হলে জানানো হয় ভাইজান এবার তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন গত সিজনের থেকে। তবে এবার আর আলাদা আলাদা এপিসোডের জন্য তিনি পারিশ্রমিক নেবেন না। বরং সমস্ত এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে একেবারে নিয়ে নেবেন চুক্তি হিসেবে। আর সেই অর্থ প্রতি মাসের ক্ষেত্রে গিয়ে দাঁড়াবে প্রায় ৬০ কোটির কাছাকাছি। ফলে গত সিজনের মতো এই বছরও যদি বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে তাহলে এই সিজন থেকে সলমন খান ২৫০ কোটি টাকা আয় করবেন।
আরও পড়ুন: আর জি কর বিতর্ক অতীত, পুজোর মুখে ২০০ জন শিশুর 'আপনজন' সৌরভ, নিলেন পড়াশোনার দায়িত্ব
বিগত প্রায় পনের বছর ধরে সলমন খান এই শোয়ের সঞ্চালনা করছেন। আর তাঁর জায়গায় দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না। এখন বিগ বস এবং সলমন খান অনেকের কাছেই সমার্থক হয়ে গিয়েছেন। আর সেই জন্যই অভিনেতা তাঁর পারিশ্রমিক বাড়ালেও দর্শকদের চাহিদা মেনে তাঁকেই সঞ্চালক হিসেবে রাখে চ্যানেল কর্তৃপক্ষ