সলমন খান আর লুলিয়া ভান্তুরের সম্পর্ক আদৌ আছে কি নেই, তা নিয়ে বারবারই সন্দেহ প্রকাশ করে থাকেন নেট-নাগরিকরা। তবে দাবাং খান বাড়িতে চর্চিত প্রমিকার জন্মদিন ধুমধাম করে পালন করে প্রমাণ করলেন, সম্পর্কে আছেন দুজনে বর্তমানে। এদিন পার্টিতে এসেছিলেন সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, গায়ক মিকা সিং, সংগীত পরিচালক সাজিদ, হিমেশ রেশমিয়ার মতো ইন্ডাস্ট্রির অনেক তারকারাই। তাদের মধ্যে বেশ কয়েকজন ইনস্টাগ্রামে এই পার্টির ছবিও শেয়ার করেছেন।
পার্টির ছবি শেয়ার করেছেন মিকা সিং
ইনস্টাগ্রাম মিকা সিং একটি রিল শেয়ার করেছেন, যেখানে সলমন তাঁর কাঁধে মুখ রেখে জড়িয়ে ধরে আছেন। পার্টিতে লুলিয়া ভান্তুর-সহ অন্যান্য অতিথিদের সঙ্গেও সেলফি তোলেন মিকা। ভিডিয়োটি শেয়ার করে মিকা লিখেছেন, ‘@vanturiulia জন্মদিন উদযাপন করতে @beingsalmankhan বাড়িতে। কী দুর্দান্ত এবং আরামদায়ক গেট-টুগেদার! শুভ জন্মদিন, প্রিয় @vanturiulia!’
আরও পড়ুন: চারদিকে টলি দম্পতিদের ডিভোর্সের খবর, সকলকে চমকে এবার যা করলেন রাজ-শুভশ্রী, দেখুন
তিনি আরও লেখেন, ‘ঈশ্বর আপনাকে প্রচুর সুখ, সাফল্য এবং সুস্বাস্থ্য দিয়ে আশীর্বাদ করুন। @beingsalmankhan, চমৎকার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই আলিঙ্গন সত্যিকারের ভ্রাতৃত্বের অনুভূতি দেয়। হিট মেশিন @realhimesh এবং @thesajidwajid ভাই।’
আরও পড়ুন: অস্ট্রিয়ার মেডিক্যাল হেলথ রিসর্টে ক্যাটরিনা, বসে আছেন একাকী, সব ঠিক আছ তো?
সলমন খান চুমু খেয়েছেন হিমেশকে
হিমেশ রেশমিয়াও ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যা এদিনের জন্মদিনের পার্টির ঝলক শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে সলমন তাঁর গালে একটি চুমু খাচ্ছেন। সেলফি তোলার জন্য দুজনে পোজও দিয়েছেন।
ভিডিয়োটি শেয়ার করে হিমেশ লিখেছেন, ‘ভাইয়ের সঙ্গে স্মরণীয় সুন্দর সন্ধ্যা (লাল হৃদয়ের ইমোজি) @beingsalmankhan এবং পরিবার এবং বন্ধুরা @mikasingh @thesajidwajid @arjunkanungo @shekharravjiani @palakmuchhal3 @palash_muchhal এবং বার্থডে গার্ল @vanturiulia। প্রচুর ভালবাসা এবং শুভকামনা সর্বদা চিয়ার্স।’
সাজিদকেও চুমু খেয়েছেন সালমান,
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন সাজিদও। সেই ছবিতে সলমনকে তার গালেও চুমু খেতে দেখা গিয়েছে। ছবিগুলি শেয়ার করে সাজিদ পোস্টটির ক্যাপশনে লিখেছেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন আমার বন্ধু @vanturiulia। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমার তারকা @beingsalmankhan, আরও উজ্জ্বল হতে থাকো।’
সলমনের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী, অর্পিতা খান, আয়ুষ শর্মা, আলভিরা অগ্নিহোত্রী, আরহান খান (আরবাজের ছেলে) এবং সলমানের পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুদের একটি ছবিও শেয়ার করেছেন।
লুলিয়া এবং সলমন সম্পর্কে
লুলিয়া সলমন খানের সঙ্গে ডেটিং করছেন বলে গুঞ্জন রয়েছে। প্রায়ই খান পরিবারের অনুষ্ঠানে দেখা যায় তাঁকে। সলমনের সুলতান সিনেমার জন্য ‘জাগ ঘুমেয়া’ গানটি গেয়েছেন লুলিয়া। তিনি রাধে-র সিটি মারে-ও গেয়েছেন।