বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: সলমনের শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ! ৬৯৯ টাকায় বসতে হবে মাটিতে

Salman Khan: সলমনের শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ! ৬৯৯ টাকায় বসতে হবে মাটিতে

সলমন খানের দাবাং ট্রিপের কলকাতা শো-র টিকিটের দাম কত?

১৩ বছর পর ভাইজান আসবে কলকাতায়। টগবগিয়ে ফুটছে ভক্তরা। কোথা থেকে টিকিট কাটবেন, কত টাকা দিতে হবে, দেখে নিন এক নজরে। 

শনিবার ১৩ মে কলকাতায় আসছেন সলমন খান। দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় পা রাখবেন তিনি। ইতিমধ্যেই পড়ে গিয়েছে সাজোসাজো রব। ইস্টবেঙ্গল মাঠে হতে চলা এই শো-র টিকিট নিয়ে ইতিমধ্যেই পড়ে গিয়েছে হুড়োহুড়ি। পে টাইম ইনসাইডার থেকে টিকিট পাওয়া যাচ্ছে। আর সলমনের শো-র টিকিটের মূল্য ছাড়িয়ে গিয়েছে মাসখানেক আগে হওয়া অরিজিৎ সিং-এর শো-কেও। দেখে নিন চট করে। 

দর্শকদের বসার জায়গাকে ৮টি জোনে ভাগ করা হয়ছে। সবথেকে কম দামের টিকিট ৬৯৯ টাকায়। এক্ষেত্রে আপনাকে মাটিতে বসে দেখতে হবে। আর তারপর রয়েছে ভাইজান জোন। এখানে দাঁড়িয়ে শো দেখতে পকেট খসাতে হবে ১৫০০ টাকা। এরপর টাইগার জোন। এখানেও আপনাকে থাকতে হবে দাঁড়িয়ে, টিকিট কাটতে হবে ২২৫০ টাকার।

বসতে পারবেন ২৫০০ টাকার উপরে খরচ করলে। কিক জোনের টিকিটের দাম ২৫০০ টাকা, সুলতান জোন ৬০০০ টাকা, ওয়ান্টেড জোন ৬০০০ টাকা, রেডি জোন ১২ হাজার, দাবাং জোন ৬০ হাজার টাকা। দাবাং জোনে আপনাকে সোফা দেওয়া হবে। ৬০ হাজার টাকায় এন্ট্রি রয়েছে দু জনের।

রয়েছে বিলাসবহুল লাউঞ্জের ব্যবস্থা। যেখানে টিকিট কাটলেই পেয়ে যাবেন পানীয়। প্ল্যাটিনাম লাউঞ্জ ৩ লাখ, গোল্ড লাউন্জ ২ লাখ আর সিলভার লাউঞ্জের টিকিটের দাম ১ লাখ। এই তিন লাউঞ্চেই রয়েছে দামি দামি বিয়ার, হুইস্কি, ওয়াইনের ব্যবস্থা। আরও পড়ুন: বাবা দেবাশিস কুমারের বউ ভাবত ‘মোটা’ দেবলীনাকে! বডি শেমিং নিয়ে সরব অভিনেত্রী

<p>সলমনের শো-র সিটিং অ্যারেঞ্জমেন্ট। </p>

সলমনের শো-র সিটিং অ্যারেঞ্জমেন্ট। 

সলমন তাঁর শো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…’। জানা গিয়েছে ভাইজান এসে সবার আগে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

<p><i>৩ লাখের টিকিটে অফুরান খাদ্য আর পানীয় থাকছে। </i></p>

৩ লাখের টিকিটে অফুরান খাদ্য আর পানীয় থাকছে। 

'দা-বাং, দ্য ট্যুর'-এ তিনি ছাড়াও থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়ারা। সলমন খানের টিম ইতিমধ্যেই ইস্টবেঙ্গল তাঁবু ঘুরে দেখে গিয়েছে। তাঁর নিরাপত্তার বিষয়টাও জোরদার করা হচ্ছে। এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল কর্তা রূপক সাহা জানিয়েছেন,'মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সবরকম সহযোগিতা করার'।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন