আগামী মার্চে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিকান্দার। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এই সিনেমায় অভিনয় করছেন ভাইজান। গতকাল সাজিদের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন ভাইজান। বললেন, শুভ জন্মদিন নাতি।
মঙ্গলবার সলমন খান ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে, সাজিদকে নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন ভাইজান। ছবিটি পোস্ট করে সলমন লেখেন, শুভ জন্মদিন নাতি। ছবিতে সাজিদকে সবুজ রঙের একটি সোয়েট শার্ট পরে থাকতে দেখা যায়, অন্যদিকে সলমনকে কালো টি-শার্টে দুর্দান্ত দেখতে লাগছিল।
আরও পড়ুন: হাউজ অফ কমন্স দ্বারা সম্মানিত কুমার শানু, বললেন, ‘আমি কৃতজ্ঞ..’,
আরও পড়ুন: শুধু খাবার ডেলিভারি করেই কোটি টাকা আয়! প্রকাশ্যে ডাব্বা কার্টেলের ট্রেলার
ছবিতে সাজিদকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিকান্দারের পোস্টার মুক্তির সময়ও জানিয়েছিলেন ভাইজান। তিনি লিখেছিলেন, দুপুর ৩:৩৩ টায় পোস্টার প্রকাশের জন্য অপেক্ষা করছি। বোঝাই যাচ্ছে, একটি পোষ্টের মাধ্যমেই দুটি কাজ সেরেছেন অভিনেতা।

সলমনের পোস্ট করা এই ছবিটি Reddit ব্যবহারকারী শেয়ার করে লিখেছেন, সলমন ভাই ফুট ওজেম্পিক? WTF। পোস্টে একজন কমেন্ট করে লিখেছেন, ছবিটি দেখে মনে হচ্ছে AI দিয়ে তৈরি করা। দ্বিতীয় একজন লিখেছেন, এটা কি সত্যি? দুজনকেই মোমের মূর্তির মতো দেখতে লাগছে। তৃতীয় একজন লিখেছেন, AI দিয়ে তৈরি ভাইজান।
সাজিদকে নিয়ে মন্তব্য করে একজন লিখেছেন, সাজিদকে চেনাই যাচ্ছে না। দ্বিতীয় জন লিখেছেন, এটা কি সাজিদ? একদম চিনতে পারিনি। তৃতীয় একজন লিখেছেন, সাজিদকে একেবারে অন্য ব্যক্তির মতো দেখতে লাগছে। একদম বাজে। চতুর্থ জন রসিকতার আড়ালে মন্তব্য করে লিখেছেন, Iron Man এখনও বেঁচে আছেন?
আরও পড়ুন: রাগত চোখে তাকিয়ে কার দিকে! সলমনের সিকান্দরের পোস্টারে মুগ্ধ নেটপাড়া
আরও পড়ুন: ডাকু মহারাজের পোস্টার থেকে উধাও উর্বশী, ভক্তেরা বলছেন, ‘প্রথম মহিলা যাকে…',
প্রসঙ্গত, সাজিদ এবং সলমনের বন্ধুত্ব বহু বছরের। জিৎ, জুড়ুয়া, হার দিল জো পেয়ার কারেগা, মুছে সাদি কারোগি, হিক সহ বহু ব্লকবাস্টার সিনেমায় একসঙ্গে কাজ করেছেন এই জুটি।
উল্লেখ্য, সাজিদ প্রযোজিত সিকান্দার সিনেমা পরিচালনা করছেন এ আর মুরুগাদোস। সিনেমায় সলমনের সঙ্গে অভিনয় করবেন রশ্মিকা মান্দানা, কাজল আগারওয়াল, শরমন জোশি, সত্যরাজ, সুনীল শেট্টি সহ আরও অনেকে।