ভাইজান এবং কবীর খান হাত মিলিয়ে ২০১৫ সালে উপহার দিয়েছিল অন্যতম জনপ্রিয় ছবি বজরঙ্গী ভাইজান। এরপর তাঁদের জুটি ২০১৯ সালে নিয়ে এসেছিল ভারত। বক্স অফিসে সেই ছবি অত সাড়া পায়নি। এবার আবার জানা যাচ্ছে ভারত মুক্তির দীর্ঘ ৫ বছর পর নাকি সলমন খান উক্ত পরিচালকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নতুন ছবির জন্য।
কী জানা গেল সলমন খানের নতুন ছবি প্রসঙ্গে?
সলমন খান বর্তমানে সিকান্দর ছবিটি নিয়ে ব্যস্ত। এ আর মুরুগাদোস পরিচালিত সেই ছবিটির শ্যুটিংয়ের কাজ শেষ হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। আগামী বছরই ইদের সময় মুক্তি কবে ছবিটি। এরপর ভাইজান হাত দেবেন জওয়ান ছবির পরিচালক অ্যাটলি পরিচালিত একটি ছবিতে। ২০২৫ সালের গরমেই শ্যুটিং শুরু হয়ে যাবে অ্যাটলির সেই ছবির। মুক্তি পাবে ২০২৬ এর শেষের দিকে। আর এই দুই ছবির কাজের মাঝেই জানা গেল নতুন খবর। সলমন খান নাকি কবীর খানের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। জানা গিয়েছে আগামীতে তাঁরা আবারও একসঙ্গে কাজ করতে পারেন। সেই বিষয়েই আলোচনা করতেই তাঁরা দেখা করেছেন।
পিঙ্কভিলার একটি রিপোর্টে জানানো হয়েছে, কবীর খান বর্তমানে একটি অ্যাকশন ফিল্ম নিয়ে কাজ করছেন। আর পরিচালকের মতে সেই ছবিতে মুখ্য ভূমিকায় নাকি ভাইজানকেই মানাবে। এই প্রজেক্টের বিষয়ে তাঁরা প্রাথমিক ভাবে দেখা করেছেন, কথা বলেছেন। যদিও এখনও কিছুই ফাইনাল হয়নি। তবে তাঁরা দুজনেই ভীষণ ভাবে আগ্রহী যাতে এই প্রজেক্টে তাঁরা একসঙ্গে কাজ করতে পারেন। যদি সেটা বাস্তবায়িত হয়ও তাহলেও সেক্ষেত্রে ছবির কাজ শুরু হতে হতে ২০২৫ সালের শেষের দিক হয়ে যাবে। কারণ তার আগে সলমন খান সিকান্দর এবং অ্যাটলির ছবিটি নিয়ে ব্যস্ত থাকবেন।
প্রসঙ্গত ভারত তেমন ভাবে বক্স অফিসে সাড়া না পেলেও, এর আগে যে দুটো ছবির জন্য সলমন খান এবং কবীর খান জুটি বেঁধেছিলেন অর্থাৎ এক থা টাইগার এবং বজরঙ্গী ভাইজান সেই দুটো ছবিই বক্স অফিসে হিট করেছিল। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। ফলে অনুমান করা হচ্ছে এই প্রজেক্ট বাস্তবায়িত হলে সেটাও একই রকম সাড়া পাবে।
আরও পড়ুুন: মমতার ডাকে হাজির দেব থেকে সৌরভ-শত্রুঘ্ন! প্রদীপ জ্বালিয়ে শুরু ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
আরও পড়ুুন: সুইমস্যুটের আড়াল থেকে উঁকি মারছে 'নতুন ট্যাটু'! উষ্ণতা ছড়িয়ে নুসরত লিখলেন, 'রিয়েলিটি চেক!'
তবে কবীর খানের এই ছবিটি কী নিয়ে হবে সেটা এখনও জানা যায়নি। কিন্তু এটুকুই সূত্রের তরফে জানা গিয়েছে যে এটি একটি অ্যাকশন ফিল্ম হবে।