বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Ayoshi: সলমনের সঙ্গে দেখা করলেন বনির নায়িকা, কেমন ছিল সেই আলাপ? কী-ই বা বললেন 'ভাইজান'?

Salman-Ayoshi: সলমনের সঙ্গে দেখা করলেন বনির নায়িকা, কেমন ছিল সেই আলাপ? কী-ই বা বললেন 'ভাইজান'?

সলমন খান ও আয়ুশী তালুকদার

আয়ুশী আনন্দবাজারকে জানিয়েছেন, সলমনের কলকাতায় আসার খবর পেয়েই তিনি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন। তবে সলমনের নিরাপত্তার কারণে, তাতে সমস্যা ছিল। তবে অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায়ের উদ্যোগে তাঁর ইচ্ছা পূরণ হয়। আয়ুশীর কথায়, পূজাদি মুম্বইতে কাজ করেন, তাই সলমনের টিমের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে।

শুক্রবার রাতে কলকাতা এসেছিলেন সলমন, শনিবার মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে পৌঁছেছিলেন ইস্টবেঙ্গল মাঠের অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রিয় তারকাকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। সলমনের সঙ্গে আলাদা করে দেখা করার সুযোগ পেয়েছিলেন বাংলার অভিনেত্রী আয়ুশী তালুকদার। 'ভাইজান'-এর সঙ্গে ছবি দিয়েছিলেন আয়ুশী।

সলমনের পাশে আয়ুশীকে দেখে অনেকেই অবাক। কিন্তু কীভাবে সল্লুর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন তিনি? সেবিষয়েই আনন্দবাজার অনলাইনে মুখ খুলেছেন অভিনেত্রী। আয়ুশী আনন্দবাজারকে জানিয়েছেন, সলমনের কলকাতায় আসার খবর পেয়েই তিনি তাঁর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলেন। তবে সলমনের নিরাপত্তার কারণে, তাতে সমস্যা ছিল। তবে অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায়ের উদ্যোগে তাঁর ইচ্ছা পূরণ হয়। আয়ুশীর কথায়, পূজাদি (অভিনেত্রী পূজা বন্দ্য়োপাধ্যায়) মুম্বইতে কাজ করেন, তাই সলমনের টিমের সঙ্গে তাঁর পরিচয় রয়েছে।

আরও পড়ুন-'রাহা-ই আমার সাফল্যের চাবিকাঠি', বাড়ি থেকে বের হওয়ার আগে মেয়ের সম্মতি চাই: আলিয়া

আরও পড়ুন-সারা-ভিকির কখনও প্রেম, কখনও ঝগড়া চলছে! সবার সামনে ‘জারা হটকে জারা বাঁচকে’র ছবি

আয়ুশী জানান, তিনি ও পূজা শোয়ের শেষে হোটেলের সলমনের সঙ্গে দেখা করেন। তিনি জানান, শেরার সলমনের ঘরের দরজার বাইরে ছিলেন, তাঁরা ঘরে ঢোকেন। সলমনকে চোখের সামনে দেখে তাঁর যেন বিশ্বাসই হচ্ছিল না। ভাইজান যেভাবে তাঁকে সোফায় বসতে বলেন, মনে হয় তিনি তাঁকে বহুদিন ধরেই চেনেন। আয়ুশীকে সলমন প্রশ্ন করেন তাঁর পারফরম্যান্স কেমন লেগেছে? এদিকে ওইদিনই রাত ২টোর বিমানে মুম্বই ফিরে যান সল্লু। অথচ অতক্ষণ পারফরম্যান্সের পরেও সলমনের চোখে মুখে কোনও ক্লান্তির ছাপ দেখেননি তিনি। আভিনেত্রী জানিয়েছেন, তাঁরা প্রায় ১৫ মিনিট সেখানে ছিলেন।

এখানেই শেষ হয়, আয়ুশী জানান, সলমন তাঁদের স্ন্যাকস অফার করেছেন, এমনকি বিরিয়ানি খাওয়ার কথাও বলেছিলেন, যদিও আয়ুশী বিরিয়ানি খাননি বলেই জানিয়েছেন। এদিকে মুম্বই ফিরেই টাইগার থ্রির শ্যুটিং শুরু করবেন সলমন। মঙ্গলবার ছবিতে শাহরুখের ক্যামিও পার্টের শ্যুট রয়েছে। আয়ুশীর জানিয়েছেন, তিনি সোমবার রাতের বিমানে মুম্বই যেতে পারেন। সেখানে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশেই রয়েছে টাইগার থ্রির শ্যুটিং লোকেশন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন