বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16: সারাদিন শুধু চিকেন চাই! শালিনকে নিয়ে অতিষ্ট সকলে, বকা দিলেন সলমন

Bigg Boss 16: সারাদিন শুধু চিকেন চাই! শালিনকে নিয়ে অতিষ্ট সকলে, বকা দিলেন সলমন

শালিনের চিকেন সমস্যা!

সারাদিনে ৩০০ গ্রাম চিকেন চাই শালিনের। বিগ বসকে ‘চিকেন চাই, চিকেন দাও’, বলে বলে অতিষ্ট করে তুলেছেন অভিনেতা! এই ইস্য়ুতে এবার 

শুধু দর্শক বা বিগ বসের প্রতিযোগিরাই নয়, শালিন ভানোটের ‘চিকেন-রাগ’ নিয়ে বিরক্ত বিগ বসের সঞ্চালক সলমন খানও। দিনে ৩০০ গ্রাম চিকেন চাই শালিনর, ডায়েটে এই পরিমাণ মুরগির মাংস না থাকলে নাকি অসুস্থ হয়ে পড়বেন অভিনেতা। তাই যেন তেন প্রকারেন এই পরিমাণ চিকেন নিজের জন্য বরাদ্দ করতে ততপর শালিন, কিন্তু অভিযোগ বিগ বস সেই ডিম্যান্ড পূরণ করছেন না!

'উইকএন্ড কা বার'-এর শুক্রবারের এপিসোডে এই ইস্যুতে শালিনকে একহাত নেবেন সলমন। এদিন মঞ্চে দাঁড়িয়ে ভাইজান বিরক্তির সুরে বলেন, ‘শালিন আপনি বড্ড বেশি চিকেন চিকেন করছেন… টাস্ক শুরু হওয়ার আগে, রাতে শুতে যাওয়ার আগে, আমি তো বুঝতে পারছি না বিগ বস এইসব পাঠাচ্ছেন কেন। আমি তো বলছি এগুলো বন্ধ করে দেওয়া হোক। আপনি বাইরেও সবাইকে বিরক্ত করছো আর বিগ বসকেও অস্বস্তিতে ফেলছো। এগুলো একদম মজার নয়। খুব বিরক্তিকর।’

শরীরে প্রোটিনের চাহিদা পূরণের জন্য প্রতিদিন শালিনকে নির্দিষ্ট পরিমাণ চিকেন পাঠানো হবে এমনটা শুরুতেই জানানো হয়েছিল। কিন্তু প্রতিদিন সেই পরিমাণ মুরগির মাংস পাঠানো হচ্ছে না শালিনকে।

এই পরিস্থিতি নিয়ে নেটিজেনরাও নানান মন্তব্য করেছে। একজন লেখেন, ‘কোন শারীরিক সমস্যার জন্য এতটা হাই-প্রোটিনের প্রয়োজন পরে আমিও জানতে চাই। শালিন কী জন্য একটা ডেসপারেট হয়ে যাচ্ছে? খুব সেলফিস আচরণ। ওর জন্য ঘরের বাকি সদস্যরা এতটুকুও চিকেন পাচ্ছে না। সবারই শরীরে প্রোটিনের দরকার’।

অপর একজন শালিনের পক্ষ নিয়ে বলেন, বিগ বসের উচিত নয় নিজের প্রমিস ভাঙা। কাউকে যদি চিকেন দেওয়ার কথা আগে থেকে জানানো হয়, তাহলে সেটা পূরণ করাটাই বাঞ্ছনীয়। বিগ বসে শুধু সেটাই দেখানো হয়, তা নির্মাতারা দেখাতে চায়। শালিন বোকা, তাই ওর চিকেনের চাহিদাকে একটা ইস্যু হিসাবে তুলে ধরা হচ্ছে'।

আরও পড়ুন-হাসপাতালে ভর্তি ভাগ্যশ্রীর স্বামী! সাড়ে চার ঘন্টা ধরে চলল অপারেশন,কেমন আছেন?

প্রসঙ্গত, এই শো'তে অভিনেতা টিনা দত্তর সঙ্গে ঘনিষ্ঠতার জেরে আগেই চর্চায় উঠে এসেছেন শালিন। অভিনেতার প্রাক্তন স্ত্রী দলজিৎ এই শো-এর অংশ থেকেছেন। বিগ বসের ঘরে এসে শালিন জানিয়েছিলেন প্রাক্তন স্ত্রীর সঙ্গে এখনও বন্ধুত্ব বজায় রয়েছে তাঁর, যার তীব্র বিরোধিতা করে দলজিৎ জানান শালিন তাঁর জীবনের অতীত অধ্যায়।

 

বন্ধ করুন