একবার এক সাক্ষাৎকারে সলমন খান তাঁর কী ধরনের খাবার পছন্দ সে বিষয় নিয়ে নানা কথা ভাগ করে নিয়েছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন কেন গো মাংস খাওয়া এড়িয়ে চলেন তিনি।
এক সাক্ষাৎকারে সলমন খান আকস্মিক ভাবেই জানিয়েছিলেন যে, তিনি গো মাংস এবং শুকরের মাংস ছাড়া প্রায় সব কিছুই খান। আপ কি আদালতে রজত শর্মাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে সলমন বলেন, ‘গোরু আমাদেরও মা। কারণ আমার মা হিন্দু। তিনি আমাদের সঙ্গেই থাকেন।’
তাছাড়া ধর্মের প্রসঙ্গ উঠলে তিনি সকল ধর্মের প্রতি তাঁর গভীর শ্রদ্ধার কথাও প্রকাশ করেন। তিনি তাঁর পরিবারে ধর্মীয় বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। তাঁর মা হিন্দু আর বাবা মুসলিম। তাঁর বাবার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ তাঁর আর এক মা খ্রিস্টান। তাই সমস্ত সংস্কৃতি এবং ধর্মের প্রতি যে তাঁর কতখানি শ্রদ্ধা রয়েছে সে কথাও এই সাক্ষাৎকারে ভাগ করে নেন অভিনেতা।
আরও পড়ুন: 'এরা টুপি পরায়…', টলিপাড়ার ‘কাস্টিং এজেন্সি’ নিয়ে সরব হলেন শ্রুতি, কী দাবি তুললেন তিনি
পাশাপাশি ওই সাক্ষাৎকারেই তাঁর সঙ্গে শাহরুখ খানের সম্পর্কের সমীকরণটা ঠিক কী রকম? সেই প্রশ্নেও জবাব দেন বেশ রসিকতা করেই। এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা বলেন, ‘আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে।’ তবে দুই তারকার সম্পর্কেও নানা উত্থান পতন এসেছে। কিন্তু তাতেও তাঁদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন বছরের পর বছর ধরে বলিউডে চর্চার বিষয়।
তবে বি-টাউনের অন্যতম জনপ্রিয় অভিনেতা হওয়ার পরও সলমন খান এখনও অবিবাহিত। বর্তমানে কি কোনও সম্পর্কে রয়েছেন অভিনেতা? এই প্রসঙ্গে নায়ক রসিকতা করেই উত্তর দেন। ‘হ্যাঁ! সলমন খান সবসময় সম্পর্কের মধ্যেই থাকে।’ তাঁর মজাদার উত্তর ভক্তদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছিল। কারণ তাঁর প্রেমের জীবন সবসময়ই দর্শকদের আগ্রহের বিষয়।
আরও পড়ুন: আরব্য রজনীর 'চিচিং ফাঁক'- এবার বাংলা ছবিতে! সার্ভাইভাল থ্রিলারে প্রিয়াঙ্কা সরকার
কাজের সূত্রে, সলমন খান বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ‘সিকান্দার’- এর শুটিংয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন আর মুরুগাদোস। ছবিটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন রশ্মিকা মন্দনা, শারমন জোশি, সত্যরাজ এবং অঞ্জিনী ধাওয়ান। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা এই অ্যাকশন প্যাকড ছবির জন্য যে বেশ উত্তেজিত তা বলাই বাহুল্য। অনেকের মতে এটি সলমনের ক্যারিয়ারে অন্যতম একটি বড় হিট হতে চলেছে।