বলিউডের সুপারস্টার তিনি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক সলমন। তবে সেই নাম-যশ-খ্যাতির উর্ধ্বে জেলে এক সাধারণ কয়েদি হিসাবেই দিন কেটেছে সলমন খানের। সংশোধোনাগারে কাটানো সময় নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন ভাইজান। ভাইপো আরহান খানের পডকাস্ট ডাম্ব বিরিয়ানিতে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন নায়ক। এই প্রথমবার কোনও পডকাস্টে পাওয়া গেল সলমন খানকে। আরও পড়ুন-অভিনয় ভুলে কলকাতা হাইকোর্টের উকিল! প্রেমের সপ্তাহে বয়ফ্রেন্ডের কোন ‘অপরাধ’ সামনে আনলেন প্রিয়া?
কারাগারে সলমনের কাটানো সময়
কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার গুরুত্ব নিয়ে আলোচনা করার সময়, অভিনেতা জোর দেন যে ঘুমের প্রয়োজনের মতো অজুহাত তৈরি করা কেবল সাফল্যের পথে বাধা হিসাবে কাজ করে।
তিনি বলেন, 'আমি ক্লান্ত। না, ওঠে পড়ো। তুমি যতই ক্লান্ত থাকো না কেন। ‘আমার ঘুম আসছে না। ঘুম আসে না। কিছু করো; তারপর আপনি নিজেই ঘুমিয়ে পড়বেন। তাই আমি এসব বুঝি না... আমি দিনে দেড় বা দুই ঘন্টা ঘুমাই, এবং তারপরে কোনও দিন, মাসে একবার, আমি সাত ঘন্টা ঘুমাই’।
অভিনেতা আরও বলেন, ‘কোনও দিন, আমি শটের ফাঁকে পাঁচ মিনিটের বিরতি পাব, তাই আমি চেয়ারে ঘুমিয়ে যাই। এমন জায়গায় যেখানে আমি কিছুই করতে পারি না, যেমন আমি যখন কারাগারে ছিলাম, আমি ঘুমাতাম। আমি কিছুই করতে পারতাম না... যখন আপনার কাজ বা পরিবারের কথা আসে, তখন আপনাকে যে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে ... আপনাকে শুধু বন্ধুবান্ধব, পরিবার এবং কাজের জন্য সেখানে থাকতে হবে’।
কেন জেলে গিয়েছিলেন দাবাং খান?
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিং চলাকালীন যোধপুরে কৃষ্ণসার হরিণের অবৈধ শিকারের অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই সময় দিন কয়েক জেলে কাটে অভিনেতার। এরপর ২০০৬ সালের এপ্রিলে এই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে যোধপুর জেলে পাঠানো হয় অভিনতা। কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান। ২০১৮ সালে, যোধপুরের নগর দায়রা আদালত সেই সম্পর্কিত একটি মামলায় সলমনকে দোষী সাব্যস্ত করে এবং কারাদণ্ড দেয়। পরে হাইকোর্ট জামিনে মুক্তি দেয় সলমনকে। জামিন মেলার আগে দিন কয়েক সংশোধোনাগারে কাটিয়েছেন নায়ক। এই মামলা এখনও আদালতে বিচারাধীন। এছাড়াও সলমনের বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলাও ঝুলে রয়েছে দীর্ঘদিন ধরে। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ থাকার কারণেই লরেন্স বিষ্ণোইয়ের টার্গেট সলমন, কারণ বিষ্ণোই সম্প্রদায় পুজো করে কৃষ্ণসার হরিণকে।
এদিকে সলমনকে এআর মুরুগাদোসের আসন্ন ছবি সিকান্দারের সাথে অভিনয় করবেন, সহ-অভিনেতা রশ্মিকা মান্দানা। চলতি বছরের ইদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিকান্দার ছাড়াও আগামী কয়েক মাসের মধ্যে 'কিক টু'-তে দেখা যাবে সলমনকে।