বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan on Satish Kaushik: 'ওঁকে মনে রাখব', তেরে নামের পরিচালক সতীশের প্রয়াণে আবেগভরা পোস্ট সলমনের

Salman Khan on Satish Kaushik: 'ওঁকে মনে রাখব', তেরে নামের পরিচালক সতীশের প্রয়াণে আবেগভরা পোস্ট সলমনের

সতীশের প্রয়াণে গভীরভাবে শোকাহত সলমন

Salman Khan on Satish Kaushik: তেরে নাম খ্যাত পরিচালক সতীশ কৌশিক গতকাল ভোররাতে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর স্মৃতিতে কোন বার্তা লিখলেন ছবির নায়ক সলমন?

সতীশ কৌশিকের অকাল মৃত্যুতে এক বিরাট শূন্যতা তৈরি হয়েছে বিনোদন জগতে। বলিউডের কারও মন ভালো নেই। তাঁকে কাল শেষবার শ্রদ্ধা জানাতে প্রায় গোটা বলিউড হাজির হয়েছিল তাঁর বাড়িতে। প্রিয় বন্ধুকে ফুলে মালায় বিদায় জানাতে গিয়ে কেঁদে ভাসান অনুপম খের। টলিউড থেকে বলিউড বহু তারকারাই শোকজ্ঞাপন করেছেন তাঁর মৃত্যুতে। বাদ গেলেন না সলমন খানও।

সলমন খানের অন্যতম জনপ্রিয় ছবি তেরে নামের পরিচালক ছিলেন সতীশ কৌশিক। সহকর্মীর প্রয়াণে টুইটারে শোকবার্তা লিখলেন ভাইজান। ৯ মার্চ ভোর রাতে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় সতীশ কৌশিকের। তাঁর মৃত্যুতে সলমন খান নিজে মনের কথা জানিয়ে একটি পোস্ট করেন।

তিনি লেখেন, 'সবসময় ওঁকে ভালোবেসেছি, কেয়ার করেছি এবং শ্রদ্ধা করেছি। সবসময় ওঁকে মনে রাখব। ওঁর আত্মার শান্তি কামনা করছি। পরিবার, নিকটজনরা যেন শক্তি পায় এই কষ্ট সহ্য করার।'

তেরে নাম ছবিটি সলমনের কেরিয়ারের অন্যতম সুপার হিট ছবি বলা যায়। এই ছবিতে তাঁর সঙ্গে ভূমিকা চাওলাকে দেখা গিয়েছিল। বলিউডের এটি অন্যতম চর্চিত, এবং জনপ্রিয় ছবি। এটি মুক্তি পাওয়ার পর সলমনের হেয়ার স্টাইল তখন ফ্যাশন স্টেটমেন্ট হয়ে গিয়েছিল।

আগামীতে সতীশ কৌশিককে পাটনা শুক্লা ছবিতে দেখা যেতে চলেছে। আরবাজ খানের এই প্রজেক্টের একটি ছবি কিছুদিন আগেই প্রয়াত অভিনেতা শেয়ার করেছিলেন। সেখানে তাঁকে সলমন খানের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায়। তিনি সেই ছবি শেয়ার করে লিখেছিলেন, 'এটা একটা দারুণ আনন্দের অনুভূতি যে সুপারস্টার সলমন খান আরবাজের আগামী ছবি পাটনা শুক্লার সেটে এসেছেন। এসে তিনি ছবির কতটা কাজ হল, কী চলছে সেটা দেখে গেলেন।'

৯ মার্চ দিল্লিতে মারা যান সতীশ কৌশিক। এরপর তাঁর ময়নাতদন্ত হওয়ার পর মুম্বইতে আনা হয় তাঁকে। সেখানে এদিন বিকেলে দাহকাজ সম্পন্ন করা হয়।

বন্ধ করুন