বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan with Pooja Hegde: পূজা হেগড়ের দাদার বিয়েতে সলমন, ফের উস্কে গেল 'প্রেমের' গুজব

Salman Khan with Pooja Hegde: পূজা হেগড়ের দাদার বিয়েতে সলমন, ফের উস্কে গেল 'প্রেমের' গুজব

পূজা হেগড়ের দাদার বিয়েতে সলমন

Salman Khan with Pooja Hegde: পূজা হেগড়ের সঙ্গে ফের দেখা গেল সলমন খানকে। এবার অভিনেত্রীর দাদার বিয়েতে। ভাইজান সেখানে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে ছবিও তোলেন।

সলমন খান এবং পূজা হেগড়েকে নিয়ে চর্চা বেশ কিছুদিন ধরেই চলছে। বলি পাড়ার অন্দরে কান পাতলেই ফিসফিসিয়ে শোনা যাচ্ছে এই দুই তারকার মধ্যে নাকি একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। সেই গুজবকে খানিকটা বাড়িয়ে অভিনেত্রীর দাদার বিয়েতে হাজির হলেন ভাইজান। পূজা হেগড়ের দাদা ঋষভের বিয়েতে উপস্থিত ছিলেন সলমন খান। শুধু তাই নয়, তাঁদের গোটা পরিবারের সঙ্গেও ছবি তোলেন তিনি। আর সেই ছবি ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটিতে ভাইজানকে নব দম্পতির সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। এদিন তিনি কালো শার্ট এবং কালো প্যান্ট পরেছিলেন। তাঁর এই অল ব্ল্যাক লুকে বেশ নজর কেড়েছে সবার। আরেকটি ছবিতে তাঁকে পূজা হেগড়ে এবং অন্যান্যদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। সেই ছবিতে দেখে মনে হচ্ছে ঋষভের সঙ্গীত অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে পূজা একটি গোলাপী রঙের পোশাক পরেছিলেন।

 

তাঁর দাদা বৌদিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পূজা একটি পোস্ট করেন। এই অনুষ্ঠানের একাধিক ছবিও তিনি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ' আমার দাদার বিয়ে হল। তিনি তাঁর প্রেমিকাকেই বিয়ে করলেন। কী দারুণ একটা সপ্তাহ কাটালাম। আমি এই সপ্তাহে ভীষণ হেসেছি, আনন্দের কান্না কেঁদেছি। ভীষণ মজা করেছি। আন্না (দাদা) তুমি তোমার জীবনের পরের ধাপে পা রাখলে। আশা করি তোমরা একে অন্যের জীবন অফুরান ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। সুন্দরী নতুন বৌমা শিবানী শেট্টি, পরিবারে স্বাগত জানাই তোমাকে।'

কিসি কা ভাই কিসি কি জান ছবিতে প্রথমবারের জন্য সলমন খান এবং পৃজা হেগড়েকে একসঙ্গে দেখা যেতে চলেছে। এই ছবিতে শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জাস্সি গিল, প্রমুখকে দেখা যাবে। ইদের সময় চলতি বছর মুক্তি পাবে এই ছবি। এপ্রিলে আসছে ভাইজানের নতুন ছবি।

বন্ধ করুন