চলতি বছর ইদ উপলক্ষে মুক্তি পাবে ‘সিকান্দার’, এ কথা শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে। সিনেমার শ্যুটিং শেষ হয় কিছুদিন আগেই। তবে সিনেমা ঠিক কবে মুক্তি পাবে, তা নিয়ে জল্পনা কল্পনা হলেও সঠিক দিন জানা যাচ্ছিল না। অবশেষে এবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন ভাইজান নিজেই।
‘সিকান্দার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করে ভাইজান লেখেন, ‘দেখা হচ্ছে আগামী ৩০ তারিখ। এ আর মুরুগাদোস পরিচালনায় এই সিনেমাটি আসছে। সিকান্দার মুক্তি পাচ্ছে এমন সময়, যখন মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতে নতুন বছরে সূচনা হয়।’
আরও পড়ুন: হায়দরাবাদে বসবে মিস ওয়ার্ল্ডের আসর! কত কোটি বরাদ্দ করল তেলেঙ্গানা সরকার?
আরও পড়ুন: বলিউডকে বাঁচিয়ে রাখার জন্য দর্শকদের কাছে কাতর আবেদন জাভেদ জাফরির! কী বললেন?
পরিচালক প্রসঙ্গে
সিকান্দার পরিচালনা করছেন এ আর মুরুগাদোস, যিনি গজনি ও থুপাক্কির মতো তামিল ও হিন্দি ব্লকবাস্টার সিনেমা পরিচালনা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিনেমাটির প্রথমার্ধ ১ ঘন্টা ১৫ মিনিটের এবং দ্বিতীয়ার্ধ ২ ঘন্টা ৩০ মিনিটের।
ছবির কাস্ট প্রসঙ্গে
সিনেমায় সলমন ছাড়া অভিনয় করেছেন কাজল আগরওয়াল, রশ্মিকা মান্দানা, সত্যরাজ, শরমন যোশি, প্রতীক বব্বর সহ আরও অনেকে। শ্যুটিং চলেছে ৯০ দিন ধরে মুম্বই এবং হায়দরাবাদে। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, যার সঙ্গে সলমন সর্বশেষ কাজ করেছিলেন ‘কিক’ সিনেমায়।
টিজার প্রসঙ্গে
গত মাসে ছবির একটি টিজার মুক্তি পেয়েছিল সোশ্যাল মিডিয়া, যা পোস্ট করেছিলেন ভাইজান। ২১ সেকেন্ডের টিজারে সলমনকে সঞ্জয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সিজার দেখে বোঝা গিয়েছিল এই সিনেমাটি হতে চলেছে একটি হাই অ্যাকশন সিকুয়েন্স সিনেমা।
আরও পড়ুন: ওড়িশার পালা শেষ, শ্যুটিং শেষে স্থানীয়দের সঙ্গে ছবি তুললেন ‘SSMB29’ তারকারা
আরও পড়ুন: 'আমি টাকা দিতে গেলে ও...', পেয়ারা কিনতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার শিকার প্রিয়াঙ্কা! কী ঘটেছে?
সলমনের পূর্ববর্তী সিনেমা
২০২৩ সালের ‘টাইগার ৩’ সিনেমায় ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেছিলেন ভাইজান। খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি। মনিশ শর্মা পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে দারুণ পারফর্ম করে।