২৩ মার্চ রবিবার মুক্তি পেয়েছে সলমন খানের 'সিকান্দার'-এর ট্রেলার। যে ছবিতে ২৮ বছরের রশ্মিকা মান্দান্নার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছরের সলমন। নায়ক নায়িকার এই বয়সের ব্যবধানের কারণেই ছবিটি বারবার আলোচনায় উঠে এসেছে। অনেকেই ‘বুড়ো সলমন’ বলেও ট্রোল করতে ছাড়েননি। তবে এবার সেই সমালোচকদেরই পাল্টা আক্রমণ করলেন সুপারস্টার। ঠিক কী বলেছেন তিনি? কী ঘটেছে?
রশ্মিকার যদি এটা নিয়ে কোনও সমস্যা না থাকে, তা হলে অন্যদের সমস্যা হবে কেন?
সমালোচকদের পাল্টা আক্রমণ সলমন খান রবিবার
রবিবার মুম্বইয়ে 'সিকন্দর'-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রশ্মিকা-সহ সিনেমার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে হাজির ছিলেন সলমন। এসেছিলেন তাঁর বাবা সেলিম খানও। মঞ্চে কথোপকথনের সময়, সালমান একজন অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে লোকজনের ট্রোলের প্রসঙ্গ টেনে আনেন ভাইজান নিজেই। বলেন, অনেকেই তাঁর ও রশ্মিকার ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছেন।
যদিও সেসময় সঞ্চালক সলমনের প্রশংসাই করেন। তখন অভিনেতা বলেন, ‘বিচ মে অ্যায়সা গড়বড় হো যাতা হ্যায় কি ৬-৭ রাত সোয়ে নেহি, ফির ভো সোশ্যাল মিডিয়া বালে পিচে পড় যেতে হ্যায়, উনকো দিখানা পড়তা হ্যায় কি আভি ভি হ্যায় (মাঝে মাঝে কিছু বিষয় এতটাই বিরক্তিকর হয়ে যায় যে আমি ৬-৭ রাত ঘুমতে পারি নি। তারপরে, সোশ্যাল মিডিয়ার লোকদন দেখি আমার পিছনেই পড়ে গেছে।’
সলমন বলেন, ‘ফির বো বোলতে হ্যায় কি ৩১ সাল কা ডিফারেন্স হ্যায় হিরোইন অউর মুঝ মে, আরে যব হিরোইন কো প্রবলেম নেহি হ্যায়, হিরোইন কে পাপা কো দিক্কত নেহি হ্যায়, তুমকো কিঁউ দিক্কত হ্যায় ভাই? ইনকি শাদি হোগি, বাচ্চে হোঙ্গে, তো উনকে সাথ ভি কাম করেঙ্গে। আম্মু কি পারমিশন তো মিল হি যায়েগা (লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, ওঁর বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমিও ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব)।’
এদিকে সলমন যখন কথাগুলি বলছিলেন, তখন লজ্জায় হেসে মুখ লোকাতে দেখা যায় রশ্মিকাকে। এদিকে রবিবারই সামনে এসেছে বহু প্রতিক্ষীত 'সিকন্দর'-এর ট্রেলার। যেখানে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে দেখা মিলেছেন সুপারস্টারের। অ্যাকশন-প্যাকড ছবিতে মুম্বইয়ের একটি ক্রাইম র্যাকেট নির্মূল করার মিশনে দেখা যায় সলমানের চরিত্রটিকে। তাঁকে ঘিরেই ছবিটি আবর্তিত হয়েছে। এতে সালমানের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা।
আগামী ইদে সিনেমাহলে মুক্তি পাচ্ছে সালমানের 'সিকান্দার'। ছবির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। যিনি কিনা ‘গজনি’, ‘থুপ্পাক্কি’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং 'সরকার' মতো তামিল ও হিন্দি চলচ্চিত্র পরিচালনা করে পরিচিতি পেয়েছেন। ছবিতে দেখা যাবে কাজল আগরওয়ালকেও। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে প্রযোজিত।