সুপারস্টার সলমন খানের সঙ্গে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। আর এবার বলিউডে পা রাখতে চলেছেন রবিনা কন্যা রাশা। সম্প্রতি Bigg Boss ১৮ এর সেটে আরও একবার মুখোমুখি হয়েছিলেন রবিনা-সলমন, সঙ্গে ছিলেন অভিনেত্রীর মেয়ে রাশাও। ফের দেখা হতেই বলিপাড়ায় এই দুই তারকা স্মৃতির সরণিতে ফিরে যান। এদিন পুরনো বন্ধুকে সলমন চা খেতে খেতে বলেন একই সঙ্গে জানান, একসময় রবিনা সেটে তাঁর সঙ্গে খুব ঝগড়া করতেন।
প্রসঙ্গত, বিগ বস ১৮-র উইকএন্ড এপিসোডে নিজের ছবির প্রচারে এসেছিলেন রবিনা কন্যা রাশা থাডানি এবং অজয় দেবগনের ভাগ্নে আমান। 'আজাদ' ছবির হাত ধরে একসঙ্গে বলিউডে পা রাখতে চলেছেন দুজনে। নিজের শোয়ে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানান সলমন। বলেন, ‘এটা বিশ্বাস করা কঠিন যে তোমরা নায়ক ও নায়িকা হয়ে গেছো, আর আমি এখনও একই রকম আছি।’
এদিকে শোয়ে মজা করে আমনের মামা অজয় দেবগনের নাচের দক্ষতা নিয়েও কটাক্ষ করেন সলমন। আমনকে বলেন, 'তুমি একজন ভাল নৃত্যশিল্পী, মনে হয় একথায় অজয়ও সহমত হবে। এরপরই সলমন রবিনাকে মঞ্চে ডাকেন। মজা করে তাঁকে 'রাশার বড় দিদি' বলে সম্বোধন করেন।
এই শোয়ে সলমন ও রবিনা তাঁদের পুরনো কিছু আইকনিক গানের স্টেপগুলি আরও একবার নেচে দেখান। রাশার সঙ্গে কথা বলার সময় সলমন মজা করে বলেন, 'তুমহারি মাম্মি মুঝসে বোহুত ঝাগড়া কার্তি থি। (তোমার মা আমার সঙ্গে অনেক ঝগড়া করতো।)
এর উত্তরে রবিনা লেখেন, ‘হাম সাথ মে শুট কে লিয়ে যাতে থে, অউর সলমন ফ্লাইটস মে শো জাতে থে। তব আগর ইন্সটাগ্রাম কা জামানা হোতা, তো ম্যায় বহত সারে স্ন্যাপস লেকে ডালতি! (আমরা একসঙ্গে শুটিংয়ের জন্য যাতায়াত করতাম, আর সালমান বিমানে ঘুমিয়ে পড়তেন। যদি তখন ইনস্টাগ্রাম থাকত, আমি এত স্ন্যাপ নিতাম এবং পোস্ট করতাম!)’
এদিকে বিগ বসে সলমন-রবিনার কিছু পুরনো ছবি দেখানো হয়। যেখানে ছিল তাঁদের ‘পাথ্থর কি ফুল’ ছবির পোস্টার। রবিনা সেটা দেখে বলেন, ‘এই সময় সলমন আমায় জিগ্গেস করেছিল, তোমার ওজন কত? সত্যিই সেসময় আমি খুব মোটা ছিলাম।’ আরও একটা ছবিতে ৩ বছরের রাশার সঙ্গে দেখা যায় সলমনকে। সুপারস্টার তখন রবিনা কন্যাকে কেক খাওয়াচ্ছিলেন। কথায় কথায় এমনই নানান পুরনো মুহূর্ত উঠে আসে বিগ বসের সেটে।