বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: '৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে', মুম্বই পুলিশে হুমকি ফোন করে হেফাজতে নাবালক

Salman Khan: '৩০ এপ্রিল খুন করা হবে সলমনকে', মুম্বই পুলিশে হুমকি ফোন করে হেফাজতে নাবালক

সোমবার কিসি কা ভাই কিসি কি জানের ট্রেলার লঞ্চে সলমন (PTI)

Salman Khan: নতুন করে খুনের হুমকি পেলেন সলমন। রকি ভাই নামের নাবালক মুম্বই পুলিশে ফোন করে ভাইজানকে মেরে ফেলার হুমকি দিল সোমবার। ইতিমধ্যেই পুলিশের জালে অভিযুক্ত। 

নতুন করে প্রাণনাশের হুমকি সলমন খানকে। গত মাসে ই-মেল মারফত সলমনকে প্রাণে মেরে ফেলার হুমকি এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফে। এবার নিজেকে রকি ভাই বলে দাবি করা এক ব্যক্তি সোজা মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে সলমন খানকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি ফোন আসার কয়েকঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত। অন্যদিকে ভাইজানের নিরাপত্তায় কোনওরকম খামতি রাখছে না পুলিশ।

সূত্রের খবর, যোধপুরের বাসিন্দা রকি ভাই। স্বঘোষিত গো-রক্ষক সে। সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে আগামী ৩০শে এপ্রিল সলমন খানকে খুন করা হবে, এমন হুমকি দিয়েছে যোদপুরের এই গো-রক্ষক। যদিও আদপে নাবালক এই হুমকিদাতা, তাই তার হুমকিকে খুব বেশি গুরুত্বদিতে রাজি নয় পুলিশ, তবে তদন্তের খাতিরে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিন এএনআইকে মুম্বই পুলিশ জানিয়েছে, ‘গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের রকি ভাই বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সলমন খানকে ৩০শে এপ্রিল প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বিস্তারিত তদন্ত চলছে’। 

লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সলমনকে হত্যার ছক কষেছে, সে প্রমাণ পুলিশের হাতে এসেছে আগেই। অভিনেতার সুরক্ষা নিশ্চিত করতে তাঁকে ওয়াই প্লাস ক্যাটেগরির সুরক্ষা প্রদান করা হয়েছে। অন্যদিকে সলমনের ব্যক্তিগত দেহরক্ষীরাও সদা ততপর অভিনেতার সুরক্ষায় যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে। নিজের সুরক্ষার জন্য মোটা টাকা খরচ করেছেন দাবাং খান। নিশান প্য়াট্রোল এসইউভি, বুলেটপ্রফু গাড়ি কিনেছেন অভিনেতা, সঙ্গে রাখছেন লাইলেন্সড বন্দুক। 

সলমনের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তাঁর পরিবার ও প্রিয়জনরা। একের পর এক মৃত্যুর হুমকিকে মোটেই হালকা ছলে নিচ্ছেন না কেউই। তবে পুলিশের উপর আস্থা রয়েছে খান পরিবারের। সলমনের রোজনামচা থেকে শুরু করে প্রতিদিনের কর্মসূচীতে পুলিশ বদল আনছে এই হুমকির জন্য। 

লরেন্স বিষ্ণোইয়ের ডানহাত গোল্ডির সাগরেদ গতমাসে সলমনকে যে হুমকি ই-মেল পাঠায়, তাতে ‘ম্যাটার ক্লোজ’ করার কথা উল্লেখ রয়েছে। ওই হুমকি ভরা মেলে গোল্ডি জানতে চেয়েছেন যে সলমন লরেন্সের ইন্টারভিউটা দেখেছেন কিনা যেখানে লরেন্স বিষ্ণোইকে কৃষ্ণসার হরিণকে হত্যার জন্য সলমনকে ক্ষমা চাইতে বলেছেন,না হলে ফল ভোগ করার হুমকি দিয়েছেন। গত মাসের শেষেই ওই ই-মেল পাঠানোর অপরাধে ধাকড়রাম বিষ্ণোইকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।

১৯৯৮ সালে সলমন খানের উপর যোদপুরে ফিল্মের শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার সলমন খানকে শার্প শ্যুটার দিয়ে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে সে জানিয়েছিল, ‘যোদপুরে সলমন খানকে আমরা হত্যা করব’।

বন্ধ করুন