বাবা সিদ্দিকির হত্যার পর সলমন খানের নিরাপত্তা রাতের ঘুম উড়িয়েছে মুম্বই পুলিশের। মুম্বই পুলিশের কাছে নতুন করে ভাইজানের জন্য় এল হুমকি। বিষ্ণোই গ্যাংয়ের তরফেই নাকি এই হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতাকে। জানানো হয়েছে হয় মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে সলমনকে অথবা ৫ কোটি টাকা দিতে হবে। আরও পড়ুন-‘৫ কোটি না দিলে, বাবা সিদ্দিকির থেকেও…’, 'ভুলবশত' সলমনকে হুমকি,ক্ষমা চাইল প্রেরক
সোমবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল ইউনিট নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করা এক ব্যক্তি একটি বার্তা পাঠিয়েছে, সেই হুমকি বর্তায় স্পষ্ট বলা হয়, নির্দিষ্ট দাবি না মানলে সলমন খানকে হত্যা করা হবে।
তিনি বলেন, ‘সলমন যদি বেঁচে থাকতে চান, তাহলে তাঁর উচিত আমাদের (বিষ্ণোইদের কুলদেবতা) মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া অথবা ৫ কোটি টাকা দেওয়া। যদি সে তা না করে তবে আমরা তাকে হত্যা করব; আমাদের গ্যাং এখনও সক্রিয়।’
পুলিশ হুমকি বার্তাটির উৎস অনুসন্ধান করছে এবং সলমন খানের জন্য সুরক্ষা ব্যবস্থা আরও আঁটসাট করা হয়েছে। খুনের হুমকি এবং তোলাবাজির এই বার্তাটি জেলে থাকা লরেন্স বিষ্ণোইয়ের সাথে যুক্ত কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।
জানা গিয়েছে অভিনেতাকে হুমকি দেওয়ার ঘটনায় ওরলি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মুম্বই পুলিশ জানিয়েছে, যে নম্বর থেকে মেসেজটি এসেছিল, সেই নম্বরটি খুঁজে বের করা হচ্ছে।
গত মাসেই বলিউড সুপারস্টারকে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি ২ কোটি টাকার দাবি জানানো হয়, যার জেরে পুলিশ তদন্ত শুরু করে ৩০ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রার এক বাসিন্দাকে গ্রেফতার করে। গত ২৯ অক্টোবর মুম্বই ট্রাফিক পুলিশ একটি বেনামী মেসেজ পায়, যেখানে প্রেরক হুমকি দেন, ২ কোটি টাকা না দিলে ৫৮ বছর বয়সী অভিনেতাকে খুন করা হবে।
ওরলি পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পরের দিন, ভাইজানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এবং তার কাছ থেকে ২ কোটি টাকা দাবি করার জেরে বান্দ্রার (পূর্ব) বাসিন্দা আজম মোহাম্মদ মুস্তাফাকে গ্রেফতার করে পুলিশ।
গত মাসে মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ডেস্কে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে হুমকি মেসেজ আসে। হুমকি বার্তার ভিত্তিতে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গত মাসে সলমন খান এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার হন। গত মাসের ১২ তারিখেই জিশান সিদ্দিকির বাবা, প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুন করেন দুষ্কৃতিরা।
গত এপ্রিল মাসে দুই মোটরবাইক আরোহী সলমনের বান্দ্রার গ্যালাক্সি অ্য়াপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তারপর থেকেই অভিনেতার নিরাপত্তা ঘিরে তৎপর মুম্বই পুলিশ। সেই মামলাতেও নাম জড়ায় বিষ্ণোই গ্য়াং-এর।
উল্লেখ্য, এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সলমন খান। কয়েক মাস আগে, নবি মুম্বাই পুলিশ সালমান খানকে হত্যার জন্য বিষ্ণোই গ্যাংয়ের একটি ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছিল, যার পরে তার নিরাপত্তা জোরদার করা হয়েছিল।