২৬শে অগস্ট দিনটা সলমন খানের জীবনে খুব স্পেশ্যাল। আজ থেকে ঠিক ৩৪ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল সেলিম পুত্রের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’। ছবিতে সেকেন্ড লিড ছিলেন সলমন। তবে শুরুতেই বুঝিয়ে দিয়েছিলেন লম্বা রেসের ঘোড়া তিনি। এরপর পায়ে পায়ে ২০২২-এর ২৬শে অগস্ট। মাঝের এতগুলো বছরে জেনারেশনের পর জেনারেশন মুগ্ধ থেকেছে ভাইজানের ক্যারিশ্মায়।
বয়কট বিতর্ক, স্বজনপোষণের অভিযোগে-বিদ্ধ বলিউড। একের পর এক সুপারস্টারের ছবির পাশে সেঁটে যাচ্ছে ফ্লপ তকমা। তবে সলমন আছেন সলমনেই! বলিউডের এই দুঃসময়ে নতুন ছবির কথা ঘোষণা করলেন ভাইজান। ‘কিসি কা ভাই... কিসি কি জান’ নিয়ে হাজির হবেন সলমন। সেই ছবির লুক এদিন প্রকাশ্যে আনলেন অভিনেতা।
সলমনের সুদর্শন লুক আজও অষ্টাদশীর মনে ঝড় তোলে, এদিন ফের তা বুঝিয়ে দিলেন ভাইজান। সেইজন্যই আক্ষরিক অর্থে তিনি, কারুর 'ভাই' আর কারুর 'জান'। আরও পড়ুন-‘এটা অন্যায়’, অনন্যার মৃত্যুর ভুয়ো খবর জাতীয় সংবাদমাধ্যমে, নেপথ্যে নামবিভ্রাট!
এদিন ফ্যানেদের উদ্দেশে সলমনের বার্তা,'৩৪ বছর আগের সময়টাও এখন আর ৩৪ বছরের পরের সময়টাও এখন। আমার জীবনের যাত্রাপথটা শূন্য থেকে শুরু হয়েছিল। আমি দুটো শব্দে বিশ্বাসী- এখন আর এখানে। তখনও আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, যেটা এখন আর এখনও আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সত্যি মন থেকে আমি অভিভূত'।
এই ছোট্ট ভিডিয়োয় সলমনের লুক প্রকাশ্য়ে এল। লম্বা চুল, আর দাড়ি-গোঁফে একদম পুরুষালি চেহারায় সুদর্শন সলমন। সঙ্গে চোখে রোদচশমা তাঁর লুকে চারচান্দ লাগিয়েছে। অনেকেই হয়ত ভাবছেন সলমনের এই লুকটা খুব চেনা চেনা। হ্য়াঁ, একদমই তাই। এর আগে ‘কভি ইদ কভি দিওয়ালি’ হিসাবে পরিচিত ছিল এই ছবি। কিন্তু সেটি মোটেই আনুষ্ঠানিক টাইটেল ছিল না। শুরুতে এই ছবিকে ‘ভাইজান’ও বলা হচ্ছিল। তবে এদিন সলমন আনুষ্ঠানিকভাবে জানালেন এই ছবির নাম, ‘কিসি কা ভাই, কিসি কা জান’। আরও পড়ুন-প্রিয় পাত্রী জুনকে পুজোর উপহার দিলেন ‘দিদি’, মমতার ভালোবাসায় আপ্লুত তারকা বিধায়ক
এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফারহাদ সামজি। এই ছবিতে সলমন ছাড়াও দেখা মিলবে পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু, ভেঙ্কটেশ দগ্গুবাতির। চলতি বছরের একদম শেষলগ্নে (৩০শে ডিসেম্বর, ২০২২) মুক্তি পাবে এই ছবি।