বাংলা নিউজ > বায়োস্কোপ > সলমনের মা'কে ‘মম’ বলে সম্বোধন অভিনেতার প্রাক্তন সঙ্গীতা বিজলানির!হইচই নেটদুনিয়ায়

সলমনের মা'কে ‘মম’ বলে সম্বোধন অভিনেতার প্রাক্তন সঙ্গীতা বিজলানির!হইচই নেটদুনিয়ায়

সলমনের মাতৃ দিবসের পোস্ট ঘিরে চাঞ্চল্য (ছবি-ইনস্টাগ্রাম) 

জানেন কি সলমনের সঙ্গে বিয়ের তারিখও পাকা ছিল সঙ্গীতার?

মাতৃ দিবসের একদম শেষ প্রহরে মা, সালমা খান-কে শুভেচ্ছা জানিয়েছেন সলমন। সলমা খানের পাশাপাশি সত্ মা হেলেনকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি ভাইজান। দুটি পৃথক ইনস্টাগ্রাম পোস্টে, ‘হ্যাপি মাদার্স ডে’ লিখে দুই মায়ের ছবি পোস্ট করেন সলমন। সালমা খানকে নিয়ে সল্লু মিঁয়ার পোস্ট করা ছবি এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌজন্য সঙ্গীতা বিজলানি। 

সঙ্গীতা বিজলানির সঙ্গে সলমনের সম্পর্কের কথা কারুরই অজানা নয়। সঙ্গীতা শুধু সলমনের প্রাক্তন প্রেমিকাই নন, দুজনের বিয়ের দিনক্ষণও পাকা ছিল। শেষ মুহূর্তে ভেঙে যায় এই বহুচর্চিত বিয়ে, জানা যায় বিয়ের আমন্ত্রণপত্রও ছাপা হয়ে গিয়েছিল। সলমনের মাতৃ দিবসের পোস্টে নজর কাড়ছে সঙ্গীতার কমেন্ট। সেখানে সলমা খানকে মম বলে সম্বোধন করেছেন সঙ্গীতা, সঙ্গে জুড়ে দিয়েছেন একগুচ্ছ হৃদয়ের ইমোজি।এই মন্তব্য ভ্রূ কুঁচকাচ্ছেন নেটিজেনরা। 

সলমনের পোস্টে সঙ্গীতার মন্তব্য 
সলমনের পোস্টে সঙ্গীতার মন্তব্য 

 ১৯৯৪ সালের ২৭ মে সলমন-সঙ্গীতার বিয়ের তারিখ পাকা ছিল। একাধিক নায়িকার সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ ভাইজান, একবার মাত্রই ছাতনা তলায় বসতে পুরোপুরি রেডি ছিলেন। তবুও কেন বিয়েটা হল না দুজনের?

এই মিলিয়ান ডলার প্রশ্নের উত্তর সলমন দিয়েছিলেন কফি উইথ করণের মঞ্চে। ২০১৩ সালে প্রথমবার কফি উইথ করণে হাজির হয়েছিলেন সলমন। করণ তাঁকে প্রশ্ন করেন এখনও কি সঠিক জীবনসাথীকে খুঁজে পাননি সলমন? জবাবে ভাইজান বলেন, ‘না, আমি অনেকের সঙ্গেই সম্পর্কে থেকেছি যাঁরা একদম সঠিক ছিল,হয়ত আরও একটু বেশি ঠিক চেয়েছিলাম। আসলে লেখকের ছেলে তো সবটাই বেশি সঠিক খুঁজি বোধহয়'। করণের সঙ্গে কথাপকথনের সময়ই সলমন জানান, একটা সময় ছিল যখন আমি সত্যি বিয়ে করতে চেয়েছিলাম,কিন্তু সেটা সফল হল না। অনেকবারই কাছাকাছি পৌঁছেছি।ওরা ভাবে বয়ফ্রেন্ড হিসাবে আমি পারফেক্ট কিন্তু স্বামী হিসাবে আমাকে সারাজীবন সহ্য করাটা বোধহয় মুশকিল ভাবে, সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল’।

একথা শুনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে করণ প্রশ্ন করেন ও কী তোমায় কোথাউ দেখে ফেলেছিল? সলমন পাল্টা প্রশ্ন করেন, ‘কোথায় দেখবে?’ করণ বলেন অবশ্যই কোথাউ একটা ধরা পড়েছিলে! প্রথমে না বললেও কিছুক্ষণ পর ক্যামেরায় না তাকিয়ে সলমন বলেন ‘ওইরকমই কিছু একটা’। এরপর সলমন বলে চলেন ‘আমি সত্যিই বোকা, আমি ধরা পড়ে যাই’।

সলমন খান ও সঙ্গীতা বিজলানি
সলমন খান ও সঙ্গীতা বিজলানি

সলমনের সঙ্গে বিয়ে ভাঙার পর ১৯৯৬ সালে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ আজারুদ্দিনকে বিয়ে করেন সঙ্গীতা। যদিও সেই বিয়ে আজ আর টিকে নেই। মাঝে বেশ কয়েক বছর সলমনের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না সঙ্গীতার। কিন্তু এখন তাঁরা আবারও বন্ধু। এখন সম্পর্কের বরফ গলে গিয়েছে। খান পরিবারের সব অনুষ্ঠানেই যোগ দেন সঙ্গীতা। প্রাক্তন প্রেমিকের পাশে দাঁড়িযে একসঙ্গে ছবিও তোলেন,এখন তাঁরা শুধুই বন্ধু!

বন্ধ করুন