বাংলা নিউজ > বায়োস্কোপ > Somy-Salman: 'বিকৃত যৌনাচার,শারীরিক নির্যাতন করত', সলমনের বিরুদ্ধে অভিযোগ এনে পোস্ট মুছলেন সোমি

Somy-Salman: 'বিকৃত যৌনাচার,শারীরিক নির্যাতন করত', সলমনের বিরুদ্ধে অভিযোগ এনে পোস্ট মুছলেন সোমি

সলমন- সোমি আলি

Somy Ali-Salman Khan: সলমনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন প্রেমিকা সোমি আলির। সলমনের হাতে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন, এমনটা লিখে ইনস্টাগ্রাম পোস্ট মুছলেন তিনি।

সলমন খানের বিরুদ্ধে ফের বিস্ফোরক তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি। কোনও লুকোছাপা নয়, নব্বইয়ের দশকে সলমন-সোমির প্রেম ছিল খুল্লমখুল্লা। আগেও সমলন খানকে ‘মেয়ে পেটানো’, ‘রাক্ষস’ বলে কটাক্ষ করেছেন সোমি। তবে এবার ভাইজানের নামে ভয়ঙ্কর অভিযোগ তাঁর প্রাক্তনের। সম্পর্ক ভেঙেছে বহু বছর আগে, তবে সম্পর্কের তিক্ততা আজও দগদগে তা স্পষ্ট করে দিল সোমির ইনস্টাগ্রাম পোস্ট। পরে যদিও সেটি মুছে ফেলেন প্রাক্তন নায়িকা। 

পোস্টে সলমনের নাম না নিলেও নিজের সঙ্গে অভিনেতার একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ওই পোস্টে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন সোমি। মুছে ফেলা ইনস্টাগ্রাম পোস্টে ‘আও প্যায়ার করে’ নায়িকা লিখেছিলেন, ‘আরও সামনে আসবে! ভারতে আমার শো ব্যান করে দেওয়া। তারপর আমাকে আইনি চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া। পাঠাও তোমার আইনজীবীকে। আমার কাছেও ৫০জন আইনজীবী রয়েছেন, যাঁরা আমাকে বাঁচাবে ওই সব সিগারেটের ছ্যাঁকা, শারীরিক নির্যাতন এবং সেডামি (বিকৃত যৌনাচার, মূলত পায়ুপথে যৌনচার) থেকে যার মধ্যে দিয়ে তুমি আমাকে যেতে বাধ্য করেছো। তাই যাও নিজেকে আয়নায় দেখো… একটা নারী-বিদ্বেষী শূয়োর কোথাকার। আর সেই সব অভিনেত্রীদের লজ্জা পাওয়া উচিত যাঁরা তোমাকে সমর্থন করেছে, একটা মানুষকে যে মেয়ে পেটায়। সেইসব অভিনেতারাও লজ্জা পাক, যারা তোমার সাপোর্টার।…. এটা যুদ্ধের সময়’। নিজের পোস্টে একাধিক বলিউড তারকার নামও হ্যাশট্যাগে জুড়ে ছিলেন সোমি। স্পষ্টভাবে সেখানে সলমনকে ‘স্য়াডিস্ট’ বলে উল্লেখ করেন সোমি। 

প্রসঙ্গত ১৯৯১ থেকে ১৯৯৯ অবধি সম্পর্কে ছিলেন সলমন আর সোমি। ম্যায়নে পেয়ার কিয়া দেখেই সলমনের প্রেমে পড়েছিলেন সলমন। এরপর পাকিস্তান থেকে ভারতে ‘পালিয়ে’ আসেন তিনি। সলমনের ঘনিষ্ঠতা পেতে খুব বেশি সময় লাগেনি তাঁর। তখন যদিও অন্য সম্পর্কে ছিলেন সলমন, তাই সোমির প্রেম প্রস্তাব খারিজ করেছিলেন। তবে সুন্দরী সোমির সঙ্গে সম্পর্কে জড়াতে সময় নষ্ট করেননি অভিনেতা। সলমনের সঙ্গে প্রেম ভাঙার পর বলিউড ছাড়েন এই পাক সুন্দরী। সম্পর্ক ভাঙার জন্য ঐশ্বর্য রাইকে দায়ী করেছিলেন সোমি। সাত বছরের ফিল্মি কেরিয়ারে ‘কৃষণ অবতার’, ‘অন্ত’, ‘আও প্যায়ার করে’, ‘আন্দোলন’, ‘তিসরা কৌন’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সোমি আলি। আপতত মার্কিন মুলুকের বাসিন্দা অভিনেত্রী। 

দিন কয়েক আগেও সলমনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন সোমি। অগস্ট মাসে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির পোস্টার শেয়ার করেন সোমি লিখেছিলেন, ‘ও মেয়েদের ধরে ধরে মারে। শুধু আমাকে নয়, আরও অনেকের সঙ্গেই এমন করেছে। ওকে পুজো করা বন্ধ করুন দয়া করে। একটা স্যাডিস্ট, সিক। আপনাদের কোনও ধারণাই নেই।’ 

 

বন্ধ করুন