সলমন খানের ইদ রিলিজ কিসি কা ভাই কিসি কি জান নিয়ে যতটা সম্ভাবনা ছিল ততটা পূরণ হল না। মুক্তির দিনে এই সিনেমা ব্যবসা করেছিল মাত্র ১৫ কোটির। তখনই সিঁদুরে মেঘ দেখেছিল চলচ্চিত্রের বাজার বিশ্লেষকরা। তবে ইদের দিন আর তারপরের দিন ছুটি থাকায় টিকিট বিক্রি বেড়ে হয় ২৫ কোটির উপরে। খানিক আশ্বস্ত হয় সকলেই। তবে বিধিবাম। সোমবার থেকে ফের মন্দা বাজার।
সপ্তাহের প্রথম দিনের আয় হিসেবেও ব্যবসাটা খারাপ ছিল। বাজার থেকে সেদিন কিসি কা ভাই কিসি কি জান তুলেছিল ১০.১৭ কোটি। তবে মঙ্গলবারে তা এক ধাক্কায় নেমে এল ৬.১২ কোটিতে। ট্রেড অ্যানালিসিস্ট তরণ আদর্শ টুইট করেছেন, ‘#KisiKaBhaiKisiKiJaan তার প্রথম লক্ষণীয় পতন দেখল [৩৯.৮২%], # ইদের পরে… মাস পকেটে আধিপত্য অব্যাহত রয়েছে, কিন্তু মেট্রোগুলিতে টিকিট বিক্রি কমেঠে… ১ সপ্তাহে হতে পারে ৯৩ কোটি মতো[+/-]… শুক্র ১৫.৮১ কোটি, শনি ২৫.৭৫ কোটি, রবিবার ২৬.৬১ কোটি, সোম ১০.১৭ কোটি, মঙ্গল ৬.১২ কোটি৷ মোট ৮৪.৪৬ কোটি। #ভারত বিজ।’
কিসি কা ভাই কিসি কা জানের স্টার কাস্ট কিন্তু ছিল লোভনীয়। মুখ্য চরিত্রে ছিলেন সলমন খান আর পূজা হেগড়ে। এছাড়াও ছিলেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, জস্সি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, শেহনাজ গিল, বিজেন্দ্র সিং এবং পলক তিওয়ারি। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ ও আব্দু রোজিক।
এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হল শেহনাজ গিল এবং পলক তিওয়ারির। ৮ বছর বয়সী হিসাবে প্রথম সালমানের সঙ্গে দেখা করেন তিনি, যখন তাঁর মা শ্বেতা গিয়েছিলেন বিগ বস খেলতে। সে প্রসঙ্গে পলক এএনআইকে বলেছিলেন, ‘সালমান খান স্যারের সাথে কাজ করা মুআমার স্বপ্নের সত্য হওয়ার মুহূর্ত ছিল। আমি ছোটবেলা থেকেই তার ভক্ত...তাই 'কিসি কা ভাই কিসি কি জান' সবসময়ই বিশেষ থাকবে। তিনি সেটে আসতেন, রসিকতা করতেন এবং আমাদের সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করাতেন। তার সিনিয়রিটি আমাদের ভয় দেখায়নি...তিনি সবসময় আমাদের সাহায্য করেছেন। আমরা সবাই একসাথে বসে তার সঙ্গে খাবার খেতাম। সেটে স্যারের সঙ্গে কাটানো সময়গুলো আমি সবসময় মনে রাখব।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)