বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: সলমনকে হত্যার হুমকির জের, পিছল কলকাতার শো, অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানালেন আয়োজকরা

Salman Khan: সলমনকে হত্যার হুমকির জের, পিছল কলকাতার শো, অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানালেন আয়োজকরা

সলমনকে হত্যার হুমকির জের, পিছল কলকাতার শো

Salman Khan Kolkata Show: ভাইজানের কলকাতা শো স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে বাতিল হয়নি, এমনটাই জানানো হল অর্গানাইজারদের তরফে।

সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে বাতিল হয়নি। এমনই খবর প্রকাশ্যে এল অর্গানাইজারদের তরফে। তাঁদের তরফে জানানো হয় মে থেকে জুনের মধ্যে কোনও সময়ে এই শো অনুষ্ঠিত হবে শহরে। গত জানুয়ারি মাসে সলমনের কলকাতায় আসার কথা ছিল। এখানে পারফর্ম করার কথাও ছিল দাবাং ট্যুরের অংশ হিসেবে। কিন্তু শেষ মুহূর্তে ভেন্যুর সমস্যা হওয়ায় সেই শো বাতিল করে দেওয়া হয়। এরপর জানা গিয়েছিল শোটা নাকি এপ্রিলে হবে। কিন্তু এখন যেভাবে ভাইজানকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে তাতে আগামী মাসে সেই শোয়ের উপর প্রশ্ন চিহ্ন পড়েছে।

সলমনকে সম্প্রতি মেলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ফলে এখন এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতার শো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এই শোতে কেবল সলমন নন, বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতার আসার কথা ছিল। এঁদের মধ্যে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা, প্রমুখ। কিন্তু এই শো এখন ক্যানসেল হতে চলছে নিরাপত্তার কথা ভেবে। যদিও অর্গানাইজাররা কিন্তু অন্য কথা বলছেন।

অর্গানাইজারদের তরফে রাজদীপ চক্রবর্তী জানান, 'কারা এসব ভুয়ো খবর ছড়াচ্ছে? শো হবে, তবে এপ্রিলে নয়, মে জুন মাসে। সলমনের দল গত নভেম্বরে এখানে এসে সমস্ত খুঁটিনাটি প্ল্যানিং সেরে গেছে ট্যুরের। সোমবার আমরা ওঁর দলের সঙ্গে কথা বলেছেন এখন কেবল মাত্র সমস্যা হচ্ছে জ্যাকলিনের দিন নিয়ে। সেটা নিয়েই আলোচনা চলছে। আমরা শীঘ্রই অনুষ্ঠানের দিন ঘোষণা করব। এই শো হবে, আর কলকাতার অন্যতম বড় খেলার মাঠেই হবে।'

সলমনকে এখন Y+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। গত নভেম্বরে তাঁর ভাই সোহেল খান এবং তাঁর ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এসে ভেন্যু পর্যবেক্ষণ করে গেছেন যাতে অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন না ওঠে।

বন্ধ করুন