Main Chala: সলমনের মিউজিক ভিডিয়োয় কণ্ঠ দিলেন ‘বিশেষ বান্ধবী’ ইউলিয়া, রইল ঝলক
১ মিনিটে পড়ুন . Updated: 22 Jan 2022, 01:04 PM IST- মুক্তি পেল সলমন খানের নতুন মিউজিক ভিডিয়ো 'ম্যায় চলা'র টিজার। মিউজিক ভিডিয়োতে অন্যতম আকর্ষণ সলমন খানের বিশেষ বান্ধবী।
নতুন মিউজিক ভিডিয়োর টিজার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা সলমন খান। নাম 'ম্যায় চলা'। রোম্যান্টিক এই মিউজিক ভিডিয়োতে অভিনেতার বিপরীতে রয়েছেন প্রজ্ঞা জেয়সওয়াল। সবথেকে আকর্ষণীয় বিষয় হল, এই মিউজিক ভিডিয়োতে মহিলা কণ্ঠে শোনা যাবে সলমন খানের বিশেষ বান্ধবী ইউলিয়া ভান্তুরকে। পুরুষ কণ্ঠ দিয়েছে জনপ্রিয় গায়ক গুরু রণধওয়া।
মিউজিক ভিডিয়ো লম্বা চুল, আবার কখনও মাথায় পাগড়ি, গাল ভর্তি দাঁড়িতে দেখা মিলেছে অভিনেতার। এক শিখ ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন সলমন। নীল রঙের কুর্তায় ভিডিয়োতে দেখা মেলে অভিনেতার। অন্যদিকে, হলুদ শাড়িতে নজর কেড়েছে প্রজ্ঞা। টিজার অনুরাগীদের নজর কেড়েছে জুটির অনস্ক্রিন রোম্যান্স।
আগামী ২২ জানুয়ারি মুক্তি পাবে সলমন-প্রজ্ঞার এই মিউজিক ভিডিয়ো। প্রযোজনায় সলমা খান। জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গেও মিউজিক ভিডিয়োতে দেখা মিলেছিল সলমনের। 'ম্যায় চলা'-এর আগে 'তেরে বিনা'তে দেখা মিলেছিল ভাইজানের। টিজারে লাইক এবং কমেন্টের বন্যা।
বর্তমানে ‘বিগ বস ১৫’এর হোস্ট হিসেবে দেখা মিলছে সলমনের। ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ ছবি মাস খানেক আগেই মুক্তি পেয়েছে অভিনেতার। তাঁর আসন্ন ছবি ‘টাইগান থ্রি’। ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।