বাংলা নিউজ > বায়োস্কোপ > জেলে থেকেছে রাখি; কটাক্ষ দেবলীনার,রুখে দাঁড়ালেন সলমন ‘বিগ বসের সঞ্চালকও থেকেছে’

জেলে থেকেছে রাখি; কটাক্ষ দেবলীনার,রুখে দাঁড়ালেন সলমন ‘বিগ বসের সঞ্চালকও থেকেছে’

‘বিগ বস ১৫’ -এ সলমন।

ম্প্রতি, বিগ বস ১৫র 'উইকেন্ড কা ওয়ার' এর নয়া এপিসোডের একটি প্রমো আপলোড করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

জোর চর্চা ‘বিগ বস ১৫’ নিয়ে। সম্প্রতি, বিগ বস ১৫র 'উইকেন্ড কা ওয়ার' এর নয়া এপিসোডের একটি প্রমো আপলোড করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। সেখানে দেখা যাচ্ছে একে ওপরের ব্যাপারে নানান চমকে দেওয়ার মতো অভিযোগ দাবি করছেন প্রতিযোগীরা। ‘উইকেন্ড কা বার’ এই এপিসোডের নয়া প্রমোতে দেখা যাচ্ছে নিউজ চ্যানেলের সঞ্চালকের বসার মতো একটি সেট আপে একে একে বসে এই খেলায় অংশগ্রহণ করছেন রাখি সাওয়ান্ত, দেবলীনা ভট্টাচার্য, তেজস্বী প্রকাশরা। প্রোমোতে আরও দেখা যাচ্ছে সাজা পেয়ে নিজের জেলে কাটানো দিনগুলির কথাও নিঃসঙ্কোচে উল্লেখ করছেন শো-এর সঞ্চালক তথা বলি-তারকা সলমন খান।প্রসঙ্গত, বিগ বসের ঘরের অন্দরে রাখি, দেবলীনাদের এই খেলার সূত্রধর হিসেবে হাজির ছিলেন জাতীয়স্তরের একাধিক নিউজ চ্যানেলের জনপ্রিয় সব সঞ্চালক।

প্রথম পালা ছিল রাখির। বলিউডের বিতর্কিত এই মুখের দেবলীনার উদ্দেশে অভিযোগ, 'আপনারা কি জানেন যে এই মেয়েটি আদতে বিবাহিত?' শোনামাত্রই কাপড়ের আড়ালে মুখ ঢাকেন দেবলীনা। অভিজিৎ বিচুকালেকে নিশানা করে তেজস্বীর অভিযোগ, ' একবার এক মিউজিক ভিডিয়োর শ্যুটিং করাকালীন ৬ ঘন্টা ধরে চুম্বন দৃশ্যে অভিনয় করে গেছিলেন বিচুকালে দাদা।' 

এরপরের পালা ছিল দেবলীনার। পাল্টা রাখির উদ্দেশে তোপ দেগে তাঁর অভিযোগ, 'রাখি সাওয়ান্ত তো দু'দিন শ্রীঘরে কাটিয়ে এসেছে।' দেবলীনার মুখে এহেন কথা শোনামাত্রই আসরে নামেন সলমন স্বয়ং। 'দেবলীনা, তোমার এই শো-এর সঞ্চালক নিজেও দু'দিনের জন্য জেলে থেকে এসেছে।'

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ শিকার মামলায় ২০১৮ সালে যোধপুর সেন্ট্রাল জেলে দু' রাত কাটিয়েছিলেন সলমন খান। এরপর জামিনে মুক্তি পান তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.