বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: কখনও গাড়ি, কখনও নৌকায় অ্যাকশন দৃশ্য শুট করতে মগ্ন টাইগার, ভাইরাল সলমনের ছবি

Salman Khan: কখনও গাড়ি, কখনও নৌকায় অ্যাকশন দৃশ্য শুট করতে মগ্ন টাইগার, ভাইরাল সলমনের ছবি

টাইগার ৩ এর শ্যুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Salman Khan: টাইগার ৩ এর শ্যুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

তুরস্কে সলমন খানের আগামী ছবি টাইগার ৩ এর একটি বিরাট বড় অংশের শ্যুটিং হচ্ছে। সম্প্রতি এই ছবির শ্যুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটারে এই ছবি দেখে স্বাভাবিক ভাবে ভাইজান ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁদের এই ছবির জন্য অপেক্ষা যেন এখন আরও বেড়ে গিয়েছে।

টুইটারে এই ছবির সেট থেকে যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেটা দেখে মনে হচ্ছে তুরস্কে এখন অভিনেতা অ্যাকশন দৃশ্য শ্যুট করছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইজানের যে অদেখা ছবিগুলো ভাইরাল হয়েছে সেখানে তাঁকে ব্রাউন শার্ট এবং কালো প্যান্ট পরে থাকতে গিয়েছে। একটি ছবিতে অভিনেতাকে একটি নৌকায় বসে থাকতে দেখা গিয়েছে। আরেকটি ছবিতে তাঁকে স্টান্ট ডিরেক্টরের সঙ্গে দৃশ্য নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। স্টান্ট ডিরেক্টরকে একটি গাড়ির দৃশ্য কীভাবে শুট হবে যেটা বোঝাতে দেখা যাচ্ছে। ফলে সবটা মিলিয়ে বোঝা যাচ্ছে অভিনেতা এখন তুরস্কে এই ছবির অ্যাকশন দৃশ্য শুট করছেন।

এর আগেও সলমনের একই পোশাক পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। সেখানে তাঁকে একাধিক ব্যক্তির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছিল। তাঁদের পরনে ছিল পুলিশের খাকি উর্দি। ২০২১ সালে সেই ছবি পোস্ট করা হয়েছিল। তখনও অভিনেতা এই ছবির শ্যুটিং করছিলেন তুরস্কে।

এই ছবিতে বহুদিন পর আবার সলমন এবং ক্যাটরিনাকে জুটি বাঁধতে দেখা যাবে। এখানে অভিনেত্রী পাকিস্তানি চর জোয়ার চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে সলমনকে দেখা যাবে রএর এজেন্ট অবিনাশ সিং রাঠোরের চরিত্রে। যদিও তিনি টাইগার নামেই বেশি পরিচিত। এই সিরিজের তৃতীয় ভাগের পরিচালনা করছেন মণীশ শর্মা। জানা গিয়েছে এই ছবিটি চলতি বছরের দিওয়ালির সময় মুক্তি পাবে।

সূত্রের খবর অনুযায়ী কেবল তুরস্ক নয়, রাশিয়া, অস্ট্রিয়া, ইত্যাদির মতো একাধিক দেশে এই ছবির শ্যুটিং করা হয়েছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে এখানে শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠান হিসেবে। একই সঙ্গে শোনা যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী, পরিচালক রেবতীকেও এখানে দেখা যেতে পারে।

যদিও প্রথম টাইগার ৩ ছবিটির এই বছরের ইদে মুক্তি পাওয়ার কথা ছিল। পরে দিন বদলে জানানো হয় এটি দীপাবলির সময় আসবে। ইদে ভাইজানের আরেকটি ছবি কিসি কা ভাই কিসি কী জান মুক্তি পেতে চলেছে। এখানে পূজা হেগড়ে, শেহনাজ গিলকে দেখা যাবে।

বন্ধ করুন