বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan on Box Office: ১০০ কোটি আর কী এবার....গদর, জওয়ানের পর নতুন রেকর্ডের টার্গেট বেঁধে দিলেন সলমন

Salman Khan on Box Office: ১০০ কোটি আর কী এবার....গদর, জওয়ানের পর নতুন রেকর্ডের টার্গেট বেঁধে দিলেন সলমন

বক্স অফিসের নতুন বেঞ্চমার্ক সেট করলেন সলমন!

Salman Khan on Box Office: ইদানিংকালে কোনও তারকাখচিত ছবি মুক্তি পেলে সেটা সহজেই ১০০ কোটির গণ্ডি টপকে যাচ্ছে। তাই এবার ভারতীয় বক্স অফিস নিয়ে বিশেষ মন্তব্য করলেন সলমন।

বলিউডের অন্যতম সুপারহিট অভিনেতা হলেন সলমন। না, তিনি যে কেবল তাঁর ছবির জন্য জনপ্রিয় এমনটা একদমই না। বরং তিনি একাধিক বিষয়ে এমন মন্তব্য করে থাকেন যা সকলের নজর কাড়ে। সম্প্রতি তিনি বক্স অফিস নিয়ে বড়সড় মন্তব্য করলেন। গিপ্পি গ্রেওয়ালের নতুন পঞ্জাবি ছবি মৌজা হি মৌজার ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে গিয়ে সলমন খান বলেন, ‘১০০ কোটি ক্লাব এখন সবার নিচে।’

একটি ভাইরাল পোস্টে দেখা যায় সেই অনুষ্ঠানে সলমন খানকে সঞ্চালক জিজ্ঞেস করছেন, '১০০ কোটির ক্লাব প্রসঙ্গে যদি কথা বলি, আপনি তো সেই ক্লাবের একেবারে পোস্টার বয়। আজকাল পঞ্জাবি ছবিও ১০০ কোটি টাকা আয় করে ফেলছে, কী বলবেন সেই বিষয়ে?' প্রশ্ন পেতেই ভাইজান চটপট উত্তর দিয়ে বলেন, 'আমার মনে হয় ১০০ কোটির ক্লাব এখন সবার নিচে। এখন পঞ্জাবি, হিন্দি বা অন্যান্য সব ইন্ডাস্ট্রির জন্য বক্স অফিস বেঞ্চমার্ক ৪-৫ কিংবা ৬০০ কোটির উপর হবে। মারাঠি ছবিগুলিও এখন সহজেই ১০০ কোটি আয় করে নিচ্ছে। ফলে এই সময় দাঁড়িয়ে ১০০ কোটি টাকা আয় করা মোটেই তেমন ব্যাপার নয়। আমার মনে হয় একটা ছবির জন্য বেঞ্চমার্ক এবার ১০০০ কোটি হওয়া উচিত।'

আরও পড়ুন: বুদ্ধি নাকি মন, বিগ বস ১৭-এর খেলায় জিতবে কে? একাধিক অবতারে চমক দিলেন সলমন

আরও পড়ুন: জওয়ান সফল হতেই আগামী পরিকল্পনা ফাঁস অ্যাটলির, সলমন-আমির-হৃতিকের সঙ্গে কাজ করতে আগ্রহী পরিচালক

এদিন মৌজা হি মৌজা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সলমন খান ডার্ক গ্রিন শার্ট এবং ডার্ক বলুন প্যান্ট পরে এসেছিলেন। তাঁর সঙ্গে ছবির পরিচালক গিপ্পি গ্রেওয়ালকে দেখা যায়। পাপারাৎজিদের জন্য পোজও দেন তিনি।

প্রসঙ্গত এই পঞ্জাবি ছবিটি আগামী ২০ অক্টোবর মুক্তি পেতে চলেছে। এটা একটি কমেডি ঘরানার ছবি হবে বলেই জানা গিয়েছে। অন্যদিকে সলমন খানকে আগামীতে টাইগার ৩ ছবিতে দেখা যাবে। তাঁর সঙ্গে থাকবেন ক্যাটরিনা কাইফ। টাইগার ৩ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে।

বন্ধ করুন