ঘনিষ্ঠ বন্ধু NCP নেতা বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকে বিপর্যস্ত সলমন খান। বাতিল করেছিলেন নিজের একাধিক বৈঠক, বাইরের লোকজনের সঙ্গেও দেখা-সাক্ষাৎ বন্ধ করে দিয়েছেন। শোনা যাচ্ছিল, সুপারস্টার নাকি ঘটনার পর থেকে রাতেও ঠিকমতো ঘুমোচ্ছেন না। তবে অবশেষে Bigg Boss-এর ঘরে ফিরেছেন, শ্যুটিং শুরু করেছেন সলমন।
তবে রিয়েলিটি শোয়ের মঞ্চেই সলমনকে অকপটে স্বীকার করে নিতে শোনা গেল, যে তিনি নাকি শোয়ে ফিরতেই চাননি। শুধুমাত্র চুক্তিবদ্ধ রয়েছেন বলেই তাঁকে শ্যুটিংয়ে ফিরতে হয়েছে। সলমন সাফ জানিয়ে দেন, তিনি কারোর সঙ্গে দেখা করতেও চান না।
বিগ বসে ফেরা নিয়ে ঠিক কী বলেন সলমন?
সুপারস্টার বলেন, ‘আজ মেরি ইয়ে ফিলিং হ্যায় কি মুঝে আজ ইয়াহান পে আনা হি নেহি চাহিয়ে থা। নেহি আনা থা মুঝে ইয়াহাঁ পার। পর ইয়ে এক কমিটমেন্ট হ্যায়, তো ইসলিয়ে ম্যায় ইয়াহান পে আয়া হুঁ। মুঝে মেরা কাম করনা হ্যায়, কাম করনে আয়া হুঁ। মুঝে কিসি সে না মিলনা, মুঝে আপ লোগো সে ভি নেহি মিলনা’ (আজ আমার এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। আমি তাই এখানে আসতে চাইনি। কিন্তু এটা একটা কমিটমেন্ট, তাই আমাকে এখানে আসতেই হয়েছে। এটা আমার কাজ, তাই আমি এখানে এসেছি। আমি কারো সঙ্গে দেখা করতে চাই না, আপনাদের সঙ্গেও দেখা করতে চাই না। তবে কাজের জন্য এটা করতে আমি বাধ্য।)
আরও পড়ুন-আতঙ্কের মধ্যেই বিগ বস ১৮র শ্যুটিং শুরু, সলমনের নিরাপত্তায় মোতায়েন হল ৬০ জন নিরাপত্তারক্ষী
শিল্পার সঙ্গে সলমনের কথা
বিগ বস ১৮ চলাকালীন প্রতিযোগী শিল্পাী শিরোদকরের সঙ্গে আলাদা করে কথা বলেন ভাইজান। প্রতিযোগী অবিনাশ মিশ্রের উপর বিরক্ত হয়ে খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছেন শিল্পা। তিনি যখন কান্নাকাটি শুরু করেন, তখন তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন সুপারস্টার সঞ্চালক। বলেন, ‘আপনার মেয়েও যদি কোনও কারণে খাবার দাবারের উপর রাগ দেখায় তাহলে কী করবেন?’ উত্তরে শিল্পা বলেন, তাঁর রাগ খাবারে নয়, অবিনাশের ব্যবহারে। সলমন তখন বলেন, ‘ফিলিং সে রিশতা আপকা ইস ঘর মে হোনা হি নেহি চাহিয়ে। (এই ঘরের কারোর সঙ্গে আপনার অনুভূতির কোনও সম্পর্ক হওয়াই উচিত নয়।’
এদিকে বিগ বসের ঘরে প্রতিযোগী আরফিন খানের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন সলমন। অন্যের কথা শোনার গুরুত্ব কতটা সুপারস্টার সেটা আরিফিনকে বোঝানোর চেষ্টা করতে তর্ক-বিতর্কে তৈরি হয়। আরফিন যখন সঞ্চালককে বাধা দিতে থাকেন, তখন হতাশ সলমন বলেন, 'ইয়ার, কসম খুদা কি (আমি শপথ করছি) আমি আমার জীবনে যা কিছুর মধ্য়ে দিয়ে যাচ্ছি, আমাকে এগুলো সামলে উঠতে হবে, নিজের জীবনকে পরিচালনা করতে হবে।
বিগ বসে সলমনের নিরাপত্তা
সম্প্রতি ইন্ডিয়া টুডের প্রতিবেদন সূত্রে খবর, এবার সলমনের বিগ বসের শ্যুটিং ঘিরে নিরাপত্তা সুনিশ্চত করা হয়েছে। জানা যাচ্ছে, এবার সুপারস্টারের নিরাপত্তার জন্যা আলাদা করে ৬০ জন রক্ষী মোতায়েন করা হয়েছে। আধারকার্ড ছাড়া কাউকে বিগ বসের ঘরে ঢুকতে দেখা হচ্ছে না। বাইরের লোকজনকে একপ্রকার বিগ বসের ঘরে ঢুকতেই দেওয়া হচ্ছেন না।