জীবনের ৫৮তম বসন্ত পার করেও বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্য়াচেলার’ সলমন খান। সিঙ্গেল স্টেটাস বদলানোর কোনও ইচ্ছাও নেই তাঁর, সে কথাও বলেছেন বহুবার। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কা জান’। ছবি মুক্তির পরেও পুরোদমে প্রচার চালাচ্ছেন ভাইজান। শীঘ্রই এই বলি তারকাকে দেখা যাবে ‘আপ কি আদালত’-এর নতুন এপিসোডে। সেখানে সঞ্চালক রজত শর্মার প্রশ্নবাণের মোকাবিলা করবেন দাবাং তারকা।
একদম সলমানোচিত ভঙ্গিতেই প্রতিটি প্রশ্নের জবাব দিতে দেখা যাবে নায়ককে। নিজের সোয়্যাল আর স্টাইল সঙ্গে নিয়েই রজত শর্মার বাউন্সারকে বাউন্ডারির বাইরে পাঠাবেন বলিউডের টাইগার। এই প্রথম এই বহুল চর্তিত টক শো-তে হাজির হননি সলমন, এর আগে ‘দাবাং ২’-এর প্রচারেও এই শোয়ে দেখা মিলেছিল অভিনেতার। অনুষ্ঠানের টিজারে দেখা গেল, প্রেম থেকে বিয়ে সব নিয়েই রিল্যাক্স মুডে উত্তর দিলেন সলমন।
সলমন খান বিয়ে কবে করছে? এই মিলিয়ন ডলার প্রশ্নের জবাবে নায়ক বলেন, একটা সময় ছিল যখন বিয়ের পরিকল্পনা করেছিলেন তিনি, তবে সেটা ভেস্তে গিয়েছে। ‘কিসি কা ভাই জান’-এর ট্রেলার লঞ্চে শেহনাজকে ‘মুভ অন’ করতে বলে বিতর্কে জড়িয়েছিলেন সলমন। এদিন রজত শর্মা ভাইজানের কাছে জানতে চান, ‘আপনি যে জীবনে এক থেকে দুই, দুই থেকে তিন, সেখান থেকে আরেক জন--- মুভ অন চালিয়ে যাচ্ছেন! সেটা কেন?’ কাঁদো কাঁদো গলায় সলমন বললেন, ‘আমি ভালোবাসায় হতভাগা স্যার’। এরপর সলমন যোগ করেন, ‘আজকাল আমি শুধুই ভাই! যাঁদেরকে চাইছি তাঁরা জান বলুক আমায়, তাঁরাও ভাই বলেই ডাকছে। কী করব বলুন?’
আরও পড়ুন- ‘মুঝসে শাদি করোগে?’ দুবাইতে সলমনকে বিয়ের প্রস্তাব তরুণীর! কী জবাব এল ভাইজানের
সলমনের জীবনে নারীসঙ্গ বহুবার এসেছে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে সঙ্গীত বিজলানির সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ের তারিখ পাকা ছিল সলমন-সঙ্গীতার। কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, তবে বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। আজ যদিও তাঁরা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে সোমি আলি, ঐশ্বর্য রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভাইজান। নতুন শতাব্দীতে কখনও ক্যাটরিনা কখনও জ্যাকলিন বা ইউলিয়া-- একাধিক বিদেশিনীর সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। তবে ‘বিয়ে’ থেকে দূরেই থেকেছেন সলমন। সম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ কো-স্টার পূজা হেগড়ের সঙ্গে সলমনের প্রেমচর্চা তুঙ্গে। যদিও এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূজা।