নবাগত অভিনেতা-অভিনেত্রীদের মাথায় যদি সলমন খানের হাত থাকে, তাহলে বলিউডের কোনও সমস্যাই যেন আর সমস্যা থাকে না। যে অভিনেতা আজ বলিউডের গডফাদার, এই অভিনেতাই নাকি প্রথমে অভিনেতা হতে চাননি। তাহলে ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা ছিল সামনের?
সম্প্রতি ভাইপোর কেরিয়ার নিয়ে কথা বলতে গিয়ে ভাইজান বলেন, আমি প্রথমে পরিচালক হতে চেয়েছিলাম। আমি প্রথমে মডেলিং করতাম এবং তারপর নির্দেশনা করার চেষ্টা করি। তখনও টুকটাক লিখতাম, এখনও লিখি। কিন্তু পরিচালক হিসেবে আমাকে কেউ কাজে নেননি।
আরও পড়ুন: 'ওকে ছাড়া কিছু…', দেবমাল্যর প্রেমে মজে মধুমিতা, কত বছর বয়সে বিয়ে করেন সৌরভকে?
আরও পড়ুন: সিদ্ধার্থকে বিয়ের দু-বছর, মাতৃত্বের জল্পনা উড়িয়ে বিবাহবার্ষিকীতে কী বার্তা কিয়ারার?
অভিনেতা হওয়ার যাত্রা কীভাবে শুরু হয় বলতে গিয়ে সলমন খান বলেন, যখনই আমি পরিচালনা নিয়ে কারও সাথে কথা বলতাম, তখনই তাঁরা বলতেন আমাকে অভিনয় শুরু করতে। হঠাৎ করেই তারপর খুড়তুতো ভাইদের সঙ্গে ভিডিয়ো তৈরি করা শুরু করি, যেখানে নায়ক হিসাবে অভিনয় করতাম আমি। ধীরে ধীরে কাজটাকে ভালবাসতে শুরু করে দিই।
১৯৮৮ সালে রেখা, ফারুক শেখ এবং বিন্দু অভিনীত ‘বিবি হো তো অ্যাইসি’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ভাইজান। তবে জনপ্রিয়তা তিনি পেয়েছিলেন ভাগ্যশ্রীর বিপরীতে ‘ম্যানে পেয়ার কিয়া’ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করে। সিনেমাটি এক কথায় সলমনের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হয়ে ওঠে। শুধু তাই নয়, প্রেম চরিত্রটিও ভীষন জনপ্রিয় হয়ে ওঠে।
আরও পড়ুন: মুম্বইতে বড় হয়েও, জানে না হিন্দি! কাকা সলমনের কাছে বকা খেল আরবাজ-মালাইকার ছেলে আরহান
আরও পড়ুন: ‘মুডি’ বদনামে হারান কাজ! সিরিয়ালে ফেরা নিয়ে তৃণার জবাব, ‘হয়তো আমার কোনো জিনিস…’
সলমন সর্বশেষ অভিনয় করেছিলেন ‘টাইগার থ্রি’ সিনেমায়। বহুবছর পর এই সিনেমায় ক্যাটরিনার সঙ্গে অভিনয় করেছিলেন ভাইজান। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন ইমরান হাশমি। আগামী ইদে মুক্তি পাওয়ার কথা ‘সিকান্দার’ সিনেমায়।
এই অভিনয় করতে দেখা যাবে সলমনকে, যে সিনেমায় নায়িকার ভূমিকায় অভিনয় করবেন রশ্মিকা মন্দানা, কাজল আগরওয়াল। পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন শরমন যোশি।