কাজ সবার আগে, আর তাই প্রাণনাশের হুমকির মধ্যেও বিগ বসে ফিরেছেন সলমন খান। ইতিমধ্যেই শুরু হয়েছে Bigg Boss-18 এর শ্যুটিং। শুক্রবার উইকেন্ড কা ভারের আরেকটি পর্বের শুটিং করেন অভিনেতা, যেখানে ফের একবার সঞ্চলনার দায়িত্ব পালন করেছেন তিনি। চ্যানেল কর্তৃপক্ষের তরফে শোয়ের একটা প্রোমো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর এটার মধ্যে দিয়েই সলমন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, রাজনীতিবিদ বাবা সিদ্দিকীর মৃত্যুর পর প্রথম জনসমক্ষে হাজির হলেন।
বিগ বস-এ সলমন
তবে প্রোমোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম উদ্যমী দেখাচ্ছিল সলমনকে। তিনি গত সপ্তাহের প্রতিযোগীদের কিছু ভুল তুলে ধরেন। সলমন প্রতিযোগী অবিনাশের খারাপ আচরণ সম্পর্কে তাঁকে জিগ্গেস করেন এবং বলেন, তিনি কি কখনও চিন্তা করেছেন যে তাঁর বাবা-মা তাঁর সম্পর্কে কী ভাবছেন? বিগ বসের শোতে চাম দারংয়ের সঙ্গে অবিনাশের খুবই খারাপভাবে ঝগড়া হয়েছিল। অবিনাশের বর্ণবিদ্বেষী মন্তব্যের কারণেই এই ঝগড়া হয়েছিল।
সলমন বলেন, ‘মেরে পার ভি বহুত সারে লালচান লাগে গায়ে হ্যায় (আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে)। আমিও জানি না যে আমার বাবা-মা কী মানসিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? যদি তাঁদের কেউ বলেন, মহিলারা আপনার ছেলের সামনে সুরক্ষিত নন।’
এরপরে তিনি আরফিন খানের কাছে যান এবং বলেন যে তিনি বাড়ির কারও কথা শোনেন না। আরফিন স্বীকার করে নেন যে তিনি সত্যিই সেটা করেন না। ঠিক তখনই সলমন তাঁকে ব্যঙ্গাত্মকভাবে বলেন, আপনার পেশায় কি এটা শেখানো হয় না, যে অন্যের কথাও শুনুন?' আরিফিন বলেন, ‘না’। ফের সলমন বলেন, ‘আপনি কি তাহলে সেটা শিখবেন? আমাদের তো এমন ভাবনাই নয়, তাহলে আপনাকেও আমাদের জায়গায় দয়া করে নেমে আসতে হবে। অর্থাৎ পৃথিবীতে নেমে আসতে হবে, কারণ আপনি তো আকাশে উঠে বসে থাকেন। আপনি তো শুধু ভগবানের সঙ্গেই কথা বলতে পারবেন। আপনি তো বিদ্যান লোক, বাকি সকলে তো বোকা, এমনকি আমিও…।’
আরও পড়ুন-'এমন জানলে আমিও চুল কাটা শিখে বলি স্টারেদের নাপিত হতাম…' হঠাৎ এমন কেন বললেন জাভেদ আখতার?
আরও পড়ুন-ভাইপো বাড়ি যেতে পারেনি, বাঁকুড়া থেকে অভিনেতার প্রিয় ‘রচনা’কে পাঠালেন ভাস্বরের কাকা
আরও পড়ুন-আতঙ্কের মধ্যেই বিগ বস ১৮র শ্যুটিং শুরু, সলমনের নিরাপত্তায় মোতায়েন হল ৬০ জন নিরাপত্তারক্ষী
সলমন খান
এদিকে সম্প্রতি সলমন খানকে প্রাণে মারার নতুন করে হুমকি দেওয়া হয়েছে। মুম্বই ট্রাফিক পুলিশের একটা হোয়াটসঅ্যাপ নম্বরে একটা হুমকি মেসেজ পাঠানো হয়েছে। যেখানে সলমনের থেকে ৫ কোটি টাকা দাবি করা হয়। সেই মেসেজে নাকি লেখা ছিল, ‘বিষয়টা হালকাভাবে নেবেন না, যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে সলমন খানের অবস্থা।’ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।