১২ জুলাই সাতপাকে বাঁধা পড়েছেন আম্বানি পুত্র অনন্ত আর রাধিকা মার্চেন্ট। এরপর ১৪ জুলাই রবিবার ছিল তাঁদের রিসেপশন। অর্থাৎ বিয়ের অনুষ্ঠান মিটেছে ২'দিনও কাটেনি। দীর্ঘ অনুষ্ঠানের পর নব-দম্পতি সবে মাত্র একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় পেয়েছেন। এরই মাঝে তাঁদের একী বলে বসলেন 'ভাইজান' সলমন খান।
মঙ্গলবার অনন্ত-রাধিকাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ পোস্ট করেছেন সলমন খান। সেখানেই আম্বানি পুত্র আর বউমার উদ্দেশ্য সুপারস্টার সলমন লেখেন, ‘অনন্ত ও রাধিকা, মিস্টার অ্যান্ড মিসেস অনন্ত আম্বানি, আপনাদের একে অপরের প্রতি এবং একে অপরের পরিবারের প্রতি আপনাদের ভালবাসা দেখতে পাচ্ছি। এই মহাবিশ্ব আপনাদের একত্রিত করেছে। আপনাদের সুখ ও স্বাস্থ্য কামনা করি। ঈশ্বর আপনাদের উভয়ের মঙ্গল করুন! আমার আর অপেক্ষা সইছে না, যেদিন আপনারা চমৎকার বাবা-মা হয়ে উঠবেন। সেদিন আমি আবারও নাচব।’ এই পোস্টের সঙ্গে অনন্ত এবং রাধিকার বিয়ের মুহূর্তের এক মিষ্টি ছবিও পোস্ট করেছেন।
প্রসঙ্গত আম্বানিদের বিয়ের অনুষ্ঠান ছিল নক্ষত্রখচিত। দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তিত্বরা সেখানে হাজির ছিলেন। সুপারস্টার সলমন খান নিজস্ব কায়দায় সেই অনুষ্ঠান আলোকিত করেছেন। এমনি বিয়ের অনুষ্ঠানে করণ-অর্জুনের গানে একসঙ্গে নাচতে দেখা যায় শাহরুখ-সলমনকে।
অনন্ত আম্বানি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র। আর শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা হলেন রাধিকা মার্চেন্ট। ১২ জুলাই আন্তর্জাতিক সেলিব্রিটি এবং বিভিন্নহাই-প্রোফাইল অতিথিদের উপস্থিতিতে একটা দর্শনীয় বিবাহ অনুষ্ঠানে প্রতিজ্ঞা বিনিময় করেন অনন্ত রাধিকা। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে রাধিকা ও অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান হয়।
এরপর ১৩ জুলাই নবদম্পতির জন্য একটি আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছিলেন। দ্বারকা পীঠের শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী এবং জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তকেশ্বরানন্দ সহ অনেক শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
১৪ জুলাই আম্বানি দম্পতি মঙ্গল উৎসবের আয়োজন করেছিলেন। সেখানে সানি দেওল, ববি দেওল, বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারের মতো তারকারাও উপস্থিত ছিলেন।