একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন খান এবং গায়ক অরিজিৎ সিং-এর মধ্যে একটু সমস্যা হয়। এই বচসার একটি বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সলমনের সঙ্গে এই বিবাদের পর অরিজিতের গাওয়া বেশ কয়েকটি গান প্রত্যাহারও করেন নায়ক বলেও খবর শোনা গিয়েছিল। তবে, সলমন নিজেই এখন পুরো বিতর্কের বিষয়ে নীরবতা ভেঙে অরিজিৎকে ভালো বন্ধু বলে অভিহিত করেছেন। সম্প্রতি, বিগ বস ১৯-এর উইকেন্ড কা বারের সময়, সলমন স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি এবং অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন।
আরও পড়ুন: প্রাক্তন স্বামী ভরত তাখতানিকে জন্মদিনের শুভেচ্ছা এষার, ‘আমার সন্তানের বাবাদের…’
আরও পড়ুন: বক্স অফিসে সাইয়ারাকে পিছনে ফেলল কান্তারা চ্যাপ্টার ১! কত আয় করল ১১ দিনে, সামনে শুধু ছাবা
আরও পড়ুন: ‘আসলে আমি তো রাত ৯টায়…’! সেটে দেরিতে পৌঁছনোর অভিযোগ করেন মুরগাদোস, জবাব সলমনের
রবিবার 'বিগ বস ১৯-এর উইকেন্ড কা ভার' পর্বে সলমন খানের সঙ্গে স্ট্যান্ড-আপ কমেডিয়ান রবি গুপ্তা উপস্থিত হয়েছিলেন। আসার পর রবি সলমনের সঙ্গে রসিকতা করে বলেছিলেন যে তিনি আগে তাঁর সঙ্গে দেখা করেননি কারণ তিনি অরিজিৎ সিংয়ের মতো দেখতে। এতে সলমন হেসেছিলেন। তিনি আরও বলেন যে তিনি এবং অরিজিৎ এখন ভালো বন্ধু। যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তা তার পক্ষ থেকে ভুল বোঝাবুঝি ছিল। অরিজিৎ পরবর্তীতে টাইগার ছবির জন্য গান গেয়েছিলেন এবং এখন ব্যাটল অফ গালওয়ানের জন্যও গান গেয়েছেন। সলমন এবং অরিজিতের মধ্যে বিরোধের সমাধান হয়েছে।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে এলি আভ্রামের রক্ষক সলমন! মুখ খুললেন নায়িকা
আরও পড়ুন: ক্যামেরার সামনে স্ত্রীর এ কী আচরণ! হতবাক রবি কিষাণ, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: 'দুধের মতো সাদা…', তামান্না ভাটিয়া প্রসঙ্গে যা বললেন অন্নু কাপুর
উল্লেখ্য, একটি পুরস্কার অনুষ্ঠানে অরিজিৎ সিং দাবি করেছিলেন যে সলমন এবং রিতেশ দেশমুখ তাঁকে ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। সলমন উত্তর দিয়েছিলেন, ‘যখন তুমি এই ধরণের গান বানাও, তখন তোমার ঘুম পাড়িয়ে যেতেই হবে।’ দুজনের মধ্যে কথোপকথন তীব্র তর্ক-বিতর্কে রূপ নেয়। তবে, তারা এখন ভালো বন্ধু।