বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: পূজার বিড়াল চোখে হাবুডুবু খাচ্ছেন সলমন! ‘ক্যাট’ সারল গানের প্রচার,মজা লুটল সকলে

Salman Khan: পূজার বিড়াল চোখে হাবুডুবু খাচ্ছেন সলমন! ‘ক্যাট’ সারল গানের প্রচার,মজা লুটল সকলে

সলমন-পূজার নতুন ‘বিল্লি বিল্লি’

Billi Billi Song: 'ক্যাট'কে কাজে লাগিয়ে নিজের আসন্ন ছবির প্রচার সারলেন সলমন। নেটিজেন লিখল, ‘ওই ক্যাটকে তো ভিকি নিয়ে গেছে, সলমনের কাছে অন্তত এই ক্যাট রয়েছে'। 

সলমন খান ও পূজা হেগড়ের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। এর মাঝেই অনস্ক্রিনে জুটি বাঁধছেন তাঁরা। সৌজন্যে ‘কিসি কা ভাই কিসি কি জান’। বি-টাউনে এখন জোর গুঞ্জন ২৪ বছরের ছোট নায়িকা পূজা হেগড়কে মন দিয়ে বসেছেন ভাইজান। ছবির প্রথম গান ‘নইয়ো লাগদা’তে জুটির মাখোমাখো রসায়ন নজর কেড়েছে। এবার মুক্তি পেল ছবির নতুন গান ‘বিল্লি বিল্লি’। না, গানের ভিডিয়ো এখনও প্রকাশ্যে আসেনি, শুধু অডিই সামনে এসেছে। তবে ভিডিয়োর কয়েক ঝলক ইনস্টায় শেয়ার করেছেন সলমন, যা দেখে হাসির রোল নেটপাড়ায়।

এই গানের কথা লাইনে উল্লেখ রয়েছে প্রেমিকার ‘বিল্লি বিল্লি আঁখ’-এর। বাস্তবে পূজার নয়নের মণি খয়েরি, কিন্তু এই গানে বিড়াল চোখের (সবুজ মণি) উল্লেখ রয়েছে। আর গানের প্রচারে সলমন ইনস্টায় যে ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা মিলল দুটি মিষ্টি বিড়াল ছানার। সবুজ মাঠে নিজেদের মতো খেলা করছে তাঁরা, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বিল্লি বিল্লি’ গান। সঙ্গে ভাইজানের ঘোষণা, ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির এই গানের ভিডিয়ো মুক্তি পাবে ২রা মার্চ'। মন্তব্য বাক্সে জ্বলজ্বল করছে পূজার মন্তব্য। দম-ফাটা হাসির ইমোজি শেয়ার করেছেন সলমনের নায়িকা।

অন্যদিকে নেটিজেনদেরও মজা লুটল সলমনের এই কীর্তি দেখে। সলমনের চর্চিত প্রাক্তন ক্যাটরিনার প্রসঙ্গ তুলতে ছাড়েননি তাঁরা। একজন লিখেছেন, ‘বাহ, ক্যাটকে দিয়ে গানের প্রচার সারলেন সলমন, ভালো বুদ্ধি’। অপর একজন লেখেন, ‘হ্যাঁ, ওই ক্যাটকে তো ভিকি নিয়ে গেছে, আপনি এই ক্যাটগুলো নিয়েই কাজ চালিয়ে নিন’।

আদোপান্ত পঞ্জাবি ডান্স নম্বর ‘বিল্লি বিল্লি’, যা গেয়েছেন সুখবীর। সমস্ত অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের পাশাপাশি ইউটিউবেও মুক্তি পেয়েছে গানের অডিও ভার্সন।

সলমনের ইদ রিলিজ পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি। সলমন-পূজা ছাড়াও এই ছবিতে দেখা মিলবে ভেঙ্কটেশ দগ্গুবাতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, জাগাপতি বাবুদের। এই ছবি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন সলমন। চলতি বছরে ‘পাঠান’ ছবিতে ক্যামিও অ্যাপিয়ারেন্সে নজর কেড়েছেন সলমন, শাহরুখের সঙ্গে তাঁর যুগলবন্দি সুপারহিট!

২০২৩-এ শুধু ‘কিসি কা ভাই, কিসি কা জান’ই নয় মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩'-ও। এই ছবিতে ফের একবার ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটিতে দেখা যাবে সলমন খানকে।

আরও পড়ুন-আবির-শ্রদ্ধাদের নিয়ে ‘মানি হাইস্ট’-এর হিন্দি রিমেক বানাচ্ছেন করণ? ঝলক ঘিরে হইচই

বন্ধ করুন