মুম্বই : ইসাবেলা কাইফের নতুন গানের ভিডিয়ো দেখে যথারীতি মুগ্ধ বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সলমন খান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফ। গত ২০ নভেম্বর ইসাবেলার নতুন মিউজিক ভিডিয়ো লঞ্চ করেছে। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন 'ভাইজান' সলমন।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইসাবেলার গানের ভিডিয়ো পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘আরে বাহ ইসাবেল... দারুণ গান এবং তোমায় খুব সুন্দর লাগছে... অনেক শুভেচ্ছা,’। গানটি 'মাশাআল্লাহ'। সংগীত পরিচালনা করেছেন দীপ মানি।
‘কউথা’ ছবির মাধ্যমে বলিউডের দুনিয়ায় যাত্রা শুরু করছেন ইসাবেলা। ছবিতে ইসাবেলার বিপরীতে দেখা যাবে সলমনের বোন-জামাই আয়ুষ শর্মাকে। আয়ুষ আগেই জানিয়েছেন, ছবিতে আর্মি অফিসের ভূমিকায় অভিনয় করা বড় প্রাপ্তি।
'হিন্দুস্তান টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, অভিনয় নিয়ে ইসাবেলা ভীষণ আগ্রহী। তিনি আরও বলেন, 'আমি সব বোনেদের মতোই ওর পাশে আছি সবসময়। ইসাবেলা সত্যিই খুব খুশি, ও কঠোর পরিশ্রম করছে। আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে রয়েছি, তাই এমন অনেক বিষয় আছে যেখানে ওকে আমি সাহয্য করি, উপদেশ দিই। তবে সবচেয়ে ভালো বিষয় হল স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবাপন্ন।
অভিনেত্রী আরও জানিয়েছেন, ইসাবেলা মনোস্থির করেই ইন্ডাস্ট্রিতে এগিয়েছে। অবশ্যই, ইন্ডাস্টিতে থাকতে তাঁকে অনেক লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তিনি চার বছর আগে থেকেই লি স্ট্র্যান্সবার্গে প্রশিক্ষণ নিয়েছেন। লকডাউনে দুই বোনকে একসঙ্গেই কাটাতে দেখা গিয়েছে। ভক্তদের জন্য প্রায়ই তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়।