বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিগ বস’র ফাইনালে দেখা হতেই কেঁদে ফেলল সলমন-শেহনাজ, জাপটে ধরে সান্ত্বনা ভাইজানের

‘বিগ বস’র ফাইনালে দেখা হতেই কেঁদে ফেলল সলমন-শেহনাজ, জাপটে ধরে সান্ত্বনা ভাইজানের

চোখে জল সলমন আর শেহনাজের। 

ফাইনালে অতিথি হিসেবে হাজির হবেন ‘সিদ্ধার্থ শুক্লা’র বান্ধবী

‘বিগ বস ১৫’র একটি ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সলমন খান ও শেহনাজ গিলের মধ্যে একটি চোখে জল আনা মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শক। ফাইনালে অতিথি হিসেবে হাজির হবেন ‘সিদ্ধার্থ শুক্লা’র বান্ধবী। 

গ্র্যান্ড ফিনালের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ফ্যান পেজ ও পাপারাৎজি অ্য়াকাউন্ট থেকে। যেখানে দেখা যাচ্ছে সলমন খান জোর গলায় শেহনাজকে স্বাগত জানাচ্ছেন স্টেজে, ‘ইন্ডিয়া কি শেহনাজ’ বলে। আর সলমনের কাছে আসতেই চোখে জল আসে শেহনাজের। ‘আপকো দেখকার ইমোশনাল হো গয়ি’, বলতে শোনা যায় তাঁকে। 

এরপর শেহনাজকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেন সলমন। এরপর দু'জনকেই মলিন মুখে দেখা যায়। তারপর একে-অপরকে ছেড়ে চোখের জল মুছতে দেখা যায় দু'জনকেই টিস্যু দিয়ে।

‘বিগ বস ১৫’র একটি ক্লিপিংস সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে সলমন খান ও শেহনাজ গিলের মধ্যে একটি চোখে জল আনা মুহূর্তের সাক্ষী হতে চলেছেন দর্শক। ফাইনালে অতিথি হিসেবে হাজির হবেন ‘সিদ্ধার্থ শুক্লা’র বান্ধবী। 

গ্র্যান্ড ফিনালের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ফ্যান পেজ ও পাপারাৎজি অ্য়াকাউন্ট থেকে। যেখানে দেখা যাচ্ছে সলমন খান জোর গলায় শেহনাজকে স্বাগত জানাচ্ছেন স্টেজে, ‘ইন্ডিয়া কি শেহনাজ’ বলে। আর সলমনের কাছে আসতেই চোখে জল আসে শেহনাজের। ‘আপকো দেখকার ইমোশনাল হো গয়ি’, বলতে শোনা যায় তাঁকে। 

এরপর শেহনাজকে শান্ত করার জন্য জড়িয়ে ধরেন সলমন। এরপর দু'জনকেই মলিন মুখে দেখা যায়। তারপর একে-অপরকে ছেড়ে চোখের জল মুছতে দেখা যায় দু'জনকেই টিস্যু দিয়ে। |#+|

এর আগে ‘বিগ বস ওটিটি’র সেটে শেষবার দেখা গিয়েছিল শেহনাজকে। সেই সময় তাঁর সাথে ছিলেন সিদ্ধার্থ শুক্লাও। তার দিনকয়েক পরে সেপ্টেম্বরেই আচমকা হার্ট অ্যাটাকে মারা যান সিদ্ধার্থ মাত্র ৪০ বছর বয়সে। সেই সময় শেহনাজের ভেঙে পড়ার সাক্ষী ছিল সকলে। প্রায় ২ মাস সকলেক চোখের আড়ালে ছিলেন তিনি। 

‘বিগ বস ১৩’র সেটেই আলাপ দু'জনের। সিদ্ধার্থ আর শেহনাজের মধ্যে বন্ডিং ছিল নজরকাড়া। এমনকী, সিজন সাফল্য পাওয়ার পিছনে এই জুটিকেই মনে করা হত। তাঁদের জুটি দর্শক থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, সকলেরই মন কাড়ত।

বন্ধ করুন