বাংলা নিউজ > বায়োস্কোপ > মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা

মুখ্যমন্ত্রীর গণেশ পুজোয় বলি সেলেবদের ভিড়, সলমন থেকে শিল্পা—সামিল একঝাঁক তারকা

মুম্বইয়ের গণেশ বিসর্জন

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর গণেশ উৎসব উপলক্ষে বেশ কিছু বলিউড তারকাকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর গণেশ উৎসব উপলক্ষে বেশ কিছু বলিউড তারকাকে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন সলমন খান, গোবিন্দ, শিল্পা শেঠি, জ্যাকি ভগনানি, সোনাল চৌহান সহ অন্যান্য বহু সেলিব্রেটি। তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আয়োজিত পুজোয় অংশগ্রহণ করেছিলেন।

সলমন খান তাঁর বোন অর্পিতা খান শর্মাকে নিয়ে একনাথ শিন্ডের বাড়িতে পৌঁছেছিলেন। তাঁরা একসঙ্গে গণপতি বাপ্পাকে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন।

আরও পড়ুন: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! আর কী কী চমক ছিল রোশন পরিবারের পুজোয়

একনাথ শিন্ডে তাঁর ইনস্টাগ্রাম সলমন এবং অর্পিতাকে তাঁর বাসভবনের পুজোর প্যান্ডেল পরিদর্শন করার একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে সলমনকে একটি নীল শার্ট এবং ম্যাচিং ডেনিমে দেখা গিয়েছিল। সকলেই ভাইজানের লুক দেখে বেশ প্রশংসা করেছেন। আরও একটি ছবিতে দেখা গিয়েছে একনাথ শিন্ডে সলমন এবং অর্পিতাকে ফুলের তোড়া এবং একটি করে রঙিন স্কার্ফ উপহার দিচ্ছেন।

শিল্পা শেঠি
শিল্পা শেঠি

সলমন খান ছাড়াও শিল্পা শেঠি কুন্দ্রা, মৃণাল ঠাকুর এবং সোনাক্ষী সিনহাকে দেখা গিয়েছিল। সোনাক্ষীর সঙ্গে তাঁর বর ইকবালকেও দেখা গিয়েছিল। তাছাড়াও আরও অনেক তারকাকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়ির গণেশ পুজোয় দেখা গিয়েছে।

সোনাক্ষী ও ইকবাল
সোনাক্ষী ও ইকবাল

শিল্পা একটি উজ্জ্বল গোলাপী ও সবুজ রঙের স্ট্রাইপ দেওয়া শাড়ি পরেছিলেন। তার সঙ্গে একটি চোকার নেকলেস ও হাতে চুরি পরে সেজে উঠেছিলেন। তাঁর হাতে একটি বোটুয়া ব্যাগ ছিল, গ্ল্যাম মেকআপ ও ড্রেপ স্টাইল চুলে দারুণ লাগছিল তাঁকে। অন্যদিকে, মৃণাল ঠাকুর একটি অফ হোয়াইট স্যুট বেছে নিয়েছিলেন। সদ্য বিবাহিতা সোনাক্ষীকেও বেশ সুন্দর লাগছিল। তিনি একটি হালকা আকাশী রঙের শারার সেট পরে ছিলেন। সঙ্গে ইকবাল পরেছিলেন একটি ফ্লোরাল প্রিন্টের পিচ রঙের শার্ট ও সাদা ব্যাগি প্যান্ট।

আরও পড়ুন: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

তাছাড়া, গোবিন্দ, সঞ্জয় দত্ত, আর মাধবন, আশা ভোঁসলে, রোহিত শেঠি, রাজকুমার হিরানি, শেখর সুমন, সোনাল চৌহান, শারদ কেলকার, জ্যাকি ভগনানি, আয়ুষ শর্মা, মৃণাল ঠাকুর এবং অন্যান্যরাও এসেছিলেন।

জ্যাকি ভগনানি
জ্যাকি ভগনানি

দিব্যা খোসলা কুমার, বিজেন্দর সিং, মধুর ভান্ডারকর, হিমেশ রেশমিয়া, অ্যাটলি, ওরহান আওয়াত্রামানি ওরফে অরি, উদিত নারায়ণ, রাহুল রায়, জহির খান, গুলশান গ্রোভার, সুনীল শেঠি, গৌর গোপাল দাস এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অর্পিতা খান, রাকুল প্রীত সিং, সারা আলি খান, কার্তিক আরিয়ান এবং শিল্পা শেঠির মতো বেশ কয়েকজন সেলিব্রিটি তাঁদের বাড়িতেও গণেশ পুজোর মাধ্যমে গণপতি উৎসব পালন করেছিলেন। এছাড়াও, লালবাউগচা রাজা, গণেশ গালি, আন্ধেরিচা রাজা সহ মুম্বইয়ের সুপরিচিত গণেশ প্যান্ডেলগুলিতে বেশ কয়েকজন সেলিব্রিটি নজর কেড়েছেন।

বায়োস্কোপ খবর

Latest News

জয়সূর্যের সঙ্গে লঙ্কা বোর্ডের নতুন চুক্তি! তারকার হাতেই দলের কোচিং দায়িত্ব ধর্ষণকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা বলে বিতর্কে, পুজো উদ্বোধনে গিয়ে সৌরভ বললেন, ‘এই শেষ…’ 'টেক্কায় আইটেম সং আছে?' প্রশ্ন শুনেই হেসে খুন দেব! কেন বললেন, ‘ভুল জায়গায়…’ সিজন চেঞ্চের সর্দি-কাশির মুশকিল আসান শিউলি, মেকআপেও হয় ব্যবহৃত! পুজোয় ৬ দিন বাণিজ্য বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে, আলু পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা চুপি চুপি বিয়ে সারলেন 'আলোর কোলে'র 'আলো' অভিনেত্রী স্বীকৃতি মজুমদার, পাত্র কে? করণের বিরুদ্ধে অভিযোগ এনেই সাফাই ভাসান বালার! বললেন, ‘গাঙ্গুবাইয়ের পর থেকে…’ এবার পুজোয় অষ্টমীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ ও শুভ সময় হাসপাতালে রতন টাটা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কারণ জানালেন নিজেই ইতিহাস গড়লেন হার্দিক, কোহলির থেকে ছিনিয়ে নিলেন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতানোর নজির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.