বাংলা নিউজ > বায়োস্কোপ > Lawrence Bishnoi to Salman Khan: সলমন খানকে ‘বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে’, দাবি গ্যাংস্টার লরেন্সের

Lawrence Bishnoi to Salman Khan: সলমন খানকে ‘বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে’, দাবি গ্যাংস্টার লরেন্সের

সলমনকে ক্ষমা চাইতে হবে, দাবি লরেন্স বিষ্ণোইয়ের। 

খবর সলমন খানকে খুনের পরিকল্পনা করেছেন লরেন্স বিষ্ণোই এর আগে। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই গ্যাংস্টার দাবি করলেন বিষ্ণোই সম্প্রদায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে সুপারস্টারকে। 

পঞ্জাবি গায়ক এবং র‌্যাপার সিধু মুসেওয়ালার মৃত্যু এবং সলমন খানের জীবনের হুমকি অনেক অজানা কথা সামনে এনেছে। গত বছরের ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় নিজের বাড়ি ফেরার পথে খুন হন মুসেওয়ালা। কয়েক বছর আগে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই সালমান খানকেও কালো হরিণ মামলায় জড়িত থাকার জন্য হত্যার হুমকি দিয়েছিলেন।

সিধু মুসেওয়ালার মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বিষ্ণোই গ্যাং তাঁর হত্যার কথা স্বীকার করে পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। এবং এই ঘটনার পরপরই সুপারস্টার সলমন খান একটি বেনামী চিঠি পেয়েছিলেন। যাতে লেখা ছিল, ‘মুসেওয়ালার মতো তোমাকেও মেরে ফেলব’। যা নিয়ে সেইসময় কম হইচই হয়নি।  আরও পড়ুন: দাবাং করার সময় সলমনকে ‘হিংসে করে’ স্ক্রিপ্ট বদলেছিলেন সোনু? জবাব মিলল এতদিনে

৪ লাখ টাকা দিয়ে রাইফেল কেনার কথা স্বীকার করে নেন মুসেওয়ালা, যা তিনি কিনেছিলেন সলমন খানকে হত্যা করার জন্য। সম্প্রতি লরেন্স বিষ্ণোই বলেছেন যে তিনি দাবাং খানের কাছ থেকে ক্ষমা আশা করছেন এবং যদি তিনি তা করতে ব্যর্থ হন তবে তাঁকে সেই পরিণতি ভোগ করতে হবে। শুধু তাই নয়, তিনি সলমন খানের কাছ থেকে পাওয়া একটি প্রস্তাবের কথাও সামনে আনেন। আরও পড়ুন: গ্ল্যাম লুকে জি বাংলার নায়িকারা, কবে-কখন দেখবেন সোনার সংসার অ্যাওয়ার্ড?

এই গ্যাংস্টার বলেছেন, ‘সলমন খানকে নিয়ে আমাদের সমাজে ক্ষোভ রয়েছে। সে আমার সমাজকে অপমান করেছে। তার বিরুদ্ধে মামলা হলেও সে ক্ষমা চয়নি। যদি সে ক্ষমা না চায়, তাহলে পরিণতি ভোগ করতে প্রস্তুত থাকুক। আমি অন্য কারো উপর নির্ভর করব না। ছোটবেলা থেকেই ওর জন্য আমার মনে রাগ। তার উচিত আমাদের দেবতার মন্দিরে এসে ক্ষমা চাওয়া। আমাদের সমাজ যদি ওকে ক্ষমা করে তাহলে আমি কিছু বলব না।’

আপাতত জেলবন্দি সিধু মুসেওয়ালার হত্যা মামলায় জড়িত লরেন্স বিষ্ণোই। জেলে থাকা গ্যাংস্টার কয়েকমাস আগেই বলেছিলেন যে সুপারস্টারকে কখনই ক্ষমা করা হবে না।গ্যাংস্টার বর্তমানে ৯ বছর ধরে কারাগারের পিছনে রয়েছে এবং বিভিন্ন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন