রিয়ালিটি শো বিগ বস ঘিরে শুরু থেকেই তুমুল উত্তেজনা দর্শক মহলে। এবারের প্রতিযোগীদের মধ্যে অন্যতম চর্চিত নাম সাজিদ খান। ‘যৌন হেনস্থা’র একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘরের বাইরেও সাজিদকে নিয়ে তুমুল আলোড়ন।
বিগ বস ১৬-এর সাম্প্রতিক এপিসোডে, ঘরের মধ্য়ে সাজিদ খানের কাজকর্ম নিয়ে তুলোধনা করেছেন হোস্ট সলমন খান। কালার্স চ্যানেলের তরফে শনিবার কা বার এপিসোডের নতুন প্রোমো শেয়ার করা হয়েছে নেটমাধ্যমের পেজে। সেখানেই দেখা গিয়েছে, সাজিদকে ‘অসাধু’ বলে তুলোধনা করেছেন সলমন। শোয়ের প্রোমোতে সলমনকে বলতে দেখা গিয়েছে, সাজিদের কোনও অবদান নেই বিগ বসের দেওয়া টাস্কে, তাহলে তিনি শোতে কী করছেন।
আরও পড়ুন: মার্কেট গরম বলি নায়িকার, বান্দ্রায় ৬৫ কোটির বিলাসবহুল ডুপ্লেক্স কিনলেন জাহ্নবী
হোস্ট সলমন খান প্রশ্ন করেন, ‘ঘরে থেকে তুমি কী করছ সাজিদ?’ পালটা সাজিদ বলেন, ‘সময় আসুক আমার চাল দেব তখন।’ এরপরই হোস্টের মন্তব্য, ‘এখানে সময় পাওয়া যায় না। বেরিয়ে যাওয়ার মতো কারণ তুমি নিজেই দিচ্ছ। তোমাকে অসাধু মনে হচ্ছে। কখনও কখনও কারও পাশে দাঁড়াচ্ছো, পরে আবার পিছিয়ে যাচ্ছো। এটাকে ডবল স্ট্যান্ডার্ড বলে।’ সলমনের সব অভিযোগ চুপ করে শোনেন সাজিদ, তাঁর মুখে মিথ্যে হাসি প্রকাশ পায়।
প্রসঙ্গত, সাজিদকে নিয়ে এই এপিসোডে বিরক্তি প্রকাশ পেয়েছে সলমনের। সাজিদ বাড়িতে একদম নিস্তেজ। কোনও কাজেই সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন না তিনি। নতুন এপিসোডে কী হবে, অপেক্ষায় দর্শক।