৩০ মার্চ মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদোস পরিচালিত ছবি ‘সিকান্দর’। ছবি মুক্তির এক সপ্তাহ আগে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। ‘সিকন্দর’ -এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের পরে সলমন খান এখন ছুটি কাটাচ্ছেন। অভিনেতাকে মুম্বইয়ের একটি প্রাইভেট টার্মিনালে দেখা গিয়েছে। তবে মজার বিষয় সেখানে সলমন একা ছিলেন না, তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর বান্ধবী ইউলিয়া ভান্তুরকেও। তাঁদের সম্পর্কের গুঞ্জন বর্তমানে বি-টাউনের হট টপিক।
তবে সঙ্গে বান্ধবী থাকা নিয়ে বিশেষ লুকোছাপা করেননি অভিনেতা। তিনি পাপারাৎজিদের দিকে তাকিয়ে পোজও দিয়েছিলেন। সলমন কোথায় ইউলিয়ার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন, তা গোপন রাখা হয়েছে। গত এক বছর ধরে 'সিকন্দর'-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তবে এখন আর সেই ব্যস্ততা নেই, শুধু অপেক্ষা ছবি মুক্তির, তাই ভাইজান এখন চুটিয়ে ছুটি উপভোগ করছেন।
আরও পড়ুন: ‘দিদির বগলে কীসের দাগ?’, ফ্যাশনেবল পোশাক পরেও ট্রোলে অনুরাধা, কটাক্ষ নেটিজেনদের
পাপারাৎজিদের ক্যামেরায় ফ্রেমবন্দি সলমনের পরনে ছিল নীল টি-শার্ট ও কালো জিন্স। অভিনেতা সকলকে দেখে হাতও নাড়িয়েছিলেন। তাঁর নিজস্ব স্টাইলে পাপারাৎজিদের জন্য পোজ দিয়েছিলেন তিনি। সঙ্গে থাকা ইউলিয়াকেও দারুণ সুন্দর দেখাচ্ছিল। পাপারাৎজিদের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার নিরাপত্তার কথা মাথায় রেখেই লোকেশন প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন: ফ্লার্ট করছেন, সঙ্গে চুটিয়ে মারপিটও! সিকন্দর ট্রেলারে মারকাটারি সলমন, কম যান না রশ্মিকাও
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই একে অপরের সঙ্গে রয়েছেন সলমন খান ও ইউলিয়া। তবে দু'জনে কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ভিডিয়ো কলে কথা বলার সময় অভিনেতাকে পিছন থেকে ইউলিয়াকে জড়িয়ে ধরলে তাঁদের দুজনের একটি ভিডিয়ো ভাইরাল হয়। এই ভিডিয়োটি থেকে বোঝা গিয়েছে যে ভাইজান আর সিঙ্গল নন। ইউলিয়া পেশায় একজন গায়িকা এবং সলমন খানের ছবিতেও গান গেয়েছেন তিনি।
আরও পড়ুন: অরিজিৎ সিং-এর কনসার্ট, অনুষ্ঠান দেখতে হলে কোন কোন জিনিস নিয়ে এক্কেবারেই ঢুকতে পারবেন না, জানুন…
কাজের সূত্রে, সলমন খান দীর্ঘদিন পর ‘সিকন্দর’র রূপে তাঁর ভক্তদের জন্য একটি বিশেষ চমক নিয়ে আসছেন। রবিবার সন্ধ্যায় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলার লঞ্চ করা হয়। এই ট্রেলার দেখার পর ভক্তরা ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। এ আর মুরুগাদোস পরিচালিত 'সিকন্দর' ইদের একদিন আগে অর্থাৎ ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন: ‘বুড়ো, ৩১ বছরের ছোট, মেয়ের বয়সী রশ্মিকার নায়ক হয়েছেন’! এবার ট্রোলের জবাব দিলেন সলমন, চটেছেন নাকি?