একের পর এক খুনের হুমকি। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর টার্গেট এখন সলমন খান। আর তাই বুলেট প্রুফ গাড়ি কিনেছেন, এমনকি ভাইজান-এর গাড়িতে নজরদারির জন্য বসেছে অত্যাধুনিক গেজেট। এত কিছুর পরও মুম্বইয়ের রাস্তায় দিব্যি হলুদ-কালো ট্যাক্সি চড়ে কেন ঘুরে বেড়াচ্ছেন সলমন খান? প্রাণের ভয় কি নেই?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সল্লুর ট্যাক্সি চড়ে ঘুরে বেড়ানোর ভিডিয়ো। এমনকি ট্যাক্সি থেকে নেমে দিব্য়ি গট গট হাঁটতে এবং কোথাও একটা ঢুকতেও দেখা গিয়েছে তাঁকে। আর এমন ভিডিয়ো প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন সুপারস্টারের অনুরাগীরা। সকলেরই প্রশ্ন, নিরাপত্তা কোথায়? এভাবে ঘুরছেন কেন?
আজ্ঞে নাহ। খোঁজ নিয়ে জানা গেল ভিডিয়োটি আসলে সলমনের আগামী ছবি 'সিকন্দর'-এর শ্যুটিংয়ের। বিগ বস ১৮-এর শেষ, আর তাই সঞ্চলনা থেকেও আপাতত বিরতিতে রয়েছেন ভাইজান। তাই এবার মন দিয়েছেন 'সিকন্দর'-এর শ্যুটিংয়ে। ছবির শ্যুটিংয়েই ওই হলুদ-কালো ট্যাক্সিতে উঠেছিলেন ভাইজান। তাঁর পরনে ছিল নীল শার্ট আর ডেনিম প্যান্ট। গাড়ি থেকে নেমে দিব্যি হেঁটে চলে যেতেও দেখা যাচ্ছে তাঁকে। আবার অভিনেতা নামতেই ট্যাক্সিওয়ালাকেও তাঁর উদ্দেশ্যে চেঁচিয়ে চেঁচিয়ে কিছু বলতে। তবে সেসবের তোয়াক্কা না করেই গন্ডব্যে ঢুকে যান সলমন। আবার শ্যুটিং দেখতে সেখানে ভিড়ও জমিয়েছিলেন বহু লোকজন।
আরও পড়ুন-অগোছালো ঘরে হঠাৎ পাওয়া, মায়ের লেখা পুরনো ডায়েরি খুঁজে পেলেন রণজয়, কী আছে সেই ডায়েরিতে?
এদিকে ইতিমধ্যেই সামনে এসেছে 'সিকন্দর' ছবির একটা টিজার ভিডিয়ো। যেখানে সলমনকে বলতে শোনা যাচ্ছে, ‘শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে, আমার শুধু পিছন ফেরার অপেক্ষা।’ অনেকেই বলছেন সলমনের এই ডায়ালগ নাকি লরেন্স বিষ্ণোই-এর উদ্দেশ্যেই বলা। প্রসঙ্গত সল্লুর সঙ্গে এই ছবিতে দেখা যাবে দক্ষিণের রশ্মিকা মান্দানাকে। তবে তিনি আপাতত পায়ে গুরুতর চোট পেয়েছেন, তাই শ্যুটিং করতে পারছেন না। ছবিতে রয়েছেন কাজল আগরওয়ালও।
ইতিমধ্যেই 'সিকন্দর' ছবি নিয়ে নানান চর্চা শুরু হয়েছে। আইএমডিবির ২০২৫ সালের সর্বাধিক প্রত্যাশিত ভারতীয় ছবির তালিকায় ১ নম্বরে রয়েছে ‘সিকন্দর’। ২০২৫-এর ইদে মুক্তি পাবে এই ছবি। যেটির পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, যিনি ‘গজনি’, ‘থুপ্পাক্কি’, ‘হলিডে: আ সোলজার ইজ নেভার অফ ডিউটি’ এবং ‘সরকার’-এর মতো তামিল ও হিন্দি ছবির পরিচালনা করেছেন। ছবিটি সাজিদ নাদিয়াদওয়ালার ব্যানার নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত
এদিকে 'সিকন্দর' ছাড়াও 'সিংঘম এগেইন' ও 'বেবি জন' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমানকে। তাঁকে শেষবার ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার থ্রি দেখা গিয়েছিল।