বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-Mamata Banerjee: কলকাতায় আসছেন সলমন, প্রথমেই যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে

Salman Khan-Mamata Banerjee: কলকাতায় আসছেন সলমন, প্রথমেই যাবেন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে

সলমন খান-মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় পৌঁছবেন। কলকাতায় এসেই ভাইজান যাবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বহু বলিউড তারকা। থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক বড় নাম। 

বহুদিন ধরেই কথা ছিল কলকাতায় আসবেন সলমন। তবে সাম্প্রতিক সময়ে খুনের হুমকি সহ নানান কারণে সলমনের কলকাতায় আসা বারবারই পিছিয়ে যাচ্ছিল। দীর্ঘ ১৩ বছর পর 'ভাইজান' কলকাতায় আসবেন, তাই এই সফর ঘিরে আলাদা উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। তবে এখন আলোচ্য বিষয় এবার কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সল্লু।

তা ঠিক কবে কখন তিলোত্তমায় পৌঁছবেন সলমন খান?

জানা যাচ্ছে, আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় পৌঁছবেন। কলকাতায় এসেই ভাইজান যাবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ওইদিন রাতেই সলমনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বহু বলিউড তারকা। সেই তালিকায় কে কে রয়েছেন জানেন? জানা যাচ্ছে সলমনের কলকাতার শোয়ে তাঁর সঙ্গে থাকছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক বড় নাম। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো রয়েছে। আর সেই শোয়ে ঠিক কী কী চমক থাকছে, তা জানতে ওই দিনের জন্য অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন-'শুরুতে আমি আসলে ছিলাম মাছওয়ালি', নিজের প্রথম জীবনের কথা ফাঁস করলেন টুইঙ্কল

আরও পড়ুন-শ্বাস নিতে অসুবিধা হত, হাঁপিয়ে যেতাম, মাটিতে বসলে উঠতে পারতাম না: অকপট ঋতাভরী

<p>সলমন খান</p>

সলমন খান

কলকাতা ট্য়ুর নিয়ে নিজেই একটা ভিডিয়ো পোস্ট করেছেন সলমন খান, বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…’। জানা যাচ্ছে, কলকাতায় সলমনের এই শোয়ের উদ্যোগ নিয়েছেন সোহেল খান এন্টারটেইনমেন্ট। 'দা-বাং, দ্য ট্যুর'-এর কিছু ঝলক উঠে এসেছে সোনাক্ষী সিনহার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও।

তবে সলমনের কলকাতা শোয়ের পাশাপাশি ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ-এ তাঁদের কী কথা হয় আপাতত সেই দিকেই তাকিয়ে কলকাতা তথা রাজ্যবাসী। এদিকে বলিউডের খানদের মধ্যে কিং খান শাহরুখের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর সম্পর্কের কথা সকলেই জানেন। এবার সলমন-মমতা সাক্ষাতের খবরে অনেকেরই প্রশ্ন তবে কি এবার 'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাইজানেও ঘনিষ্ঠতা বাড়বে?

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

 

বন্ধ করুন