বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ‘স্টারডম’ নামের একটি সিরিজ পরিচালনার মাধ্যমে বিনোদনের দুনিয়ায় পা দিচ্ছেন। এই সিরিজটি শুধুমাত্র আরিয়ানের পরিচালনায় আসছে তাই নয়, ছবির কাস্টেরও রয়েছে দারুণ চমক। গুঞ্জন ছবিতে যেমস্ত শিল্পীদের দেখা যাবে তাঁরা হলেন 'কিল'-এর অভিনেতা লক্ষ, রণবীর কাপুর, করণ জোহর, রণবীর সিং, ববি দেওল এবং র্যাপার বাদশাহ। পুরো সিরিজ জুড়ে ক্যামি হিসেবে তাঁদের দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: বাবার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে গরম পানীয়ে চুমুক সানির! ভিডিয়ো দেখে ববি বললেন…
সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যে, আরিয়ান ‘স্টারডমে’-এ ক্যামিওর জন্য সলমন খানকেও তালিকাভুক্ত করেছেন। নিউজ ১৮ সূত্রের খবর, সলমন ইতিমধ্যেই নিজের অংশের শুটিংও শেষ করে ফেলেছেন। যদিও সলমন এবং শাহরুখ খান এই বিশেষ সিরিজে স্ক্রিন টাইম ভাগ করবেন এমন সম্ভাবনা তৈরি হলেও, তা আশা খুব কম। তবে আরিয়ানের নতুন পথ চলায় দুই অভিনেতার ক্যামিও যে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!
দুই সুপারস্টারকে এর আগেও একাধিক কাজ করতে দেখা গিয়েছে। প্রথম ১৯৯৫ সালের ছবি 'করণ অর্জুন'-এ তাঁদের ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছে। তাঁদের পেশাদারিত্বের সম্পর্ক বছরের পর বছর ধরে নানা উত্থান পতনের সাক্ষী থেকেছে। কিন্তু, সম্প্রতি তাঁদেরকে একে অপরের ছবিতে বেশ ঘন ঘন ক্যামিও করতে দেখেছেন দর্শকরা। তাছাড়াও নানা সেলিব্রিটির অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।
আরও পড়ুন: হৃতিকের পাশে দাঁড়িয়ে গণেশ বিসর্জনের সময় আরতি করলেন সাবা! আর কী কী চমক ছিল রোশন পরিবারের পুজোয়
সলমনের সঙ্গে শাহরুখ এবং তাঁর পরিবারের সম্পর্ক যে খুব ভাল তা বলাই বাহুল্য। তাই আরিয়ানের প্রথম ছবিতে তাঁর পাশে থেকে সলমন যে তাঁকে সমর্থন করবেন তা খুবই স্বাভাবিক।
আরিয়ান খানের প্রথম সিরিজ ‘স্টারডম’ তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে কারণ শাহরুখ খানের ছেলে হিসেবে তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত, সেখান থেকে সে নিজের পরিচয় তৈরি করতে পারে কিনা তা তাঁর জন্য খুবই বড় একটি চ্যালেঞ্জ। প্রসঙ্গত, আরিয়ান গত বছর বাবাকে নিয়ে ডি'ইয়াভল এক্স বিজ্ঞাপন পরিচালনা করেছিলেন।