বলিউডের নতুন ট্রেন্ড মেনে কোনও ডেস্টিনেশন ওয়েডিংয়ের পথে হাঁটলেনই না সোবাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বরং, বলিউড তারকাদের ডেকে বেশ জমিয়ে করলেন একটা বিয়ের অনুষ্ঠান। ২৩ জুন রবিবার সকালের দিকে আইনি কাগজে সই সাবুদ করে হয় বিয়েটা। আর তারপর রাতের রিসেপশন পার্টিতে বসল চাঁদের হাট। লাল শাড়ি, সিঁথি ভরা সিঁদুরে সেজেছিলেন নতুন বউ। মাথার খোঁপাতে সাদা ফুল। আর জাহিরের শেরওয়ানিও ছিল সাদা রঙেরই। হাতের পাতায় আলদা, চুড়া, গলায় ভারি গয়না। সাবেকি সাজেই সুপার হিট বউ হলেন শত্রুঘ্ন কন্যা।
এসেছিলেন ‘ঘটক’ সলমন। তাঁকে ঘটক বলার কারণ তো সকলেরই জানা। তিনিই জাহির ও সোনাক্ষীর ম্যাচমেকার হিসেবে কাজ করেন। একাধিক মৃত্যুর হুমকির উপেক্ষা করেই, এদিন কড়া নিরাপত্তায় নিজেকে মুড়ে চলে আসেন ভাইজান। গায়ে ছিল কালো স্যুট।
আরও পড়ুন: মুসলিম ছেলের হিন্দু বউ, রিসেপশনে সিঁথিভর্তি সিঁদুরে সোনাক্ষী, নেটপাড়া বলছে, 'এ তো দেবদাসের পার্বতী'
এসেছিলেন সলমনের বোন অর্পিতা খান ও তাঁর বড় আয়ুশ শর্মাও। আর্পিতা নাকি ছিলেন জাহিরের স্কুলের সহপাঠী।
আরও পড়ুন: বিয়ের পর শ্বশুরকে প্রণাম, আর বউকে একী করছেন জাহির! লজ্জা পেলেন সোনাক্ষী, অপ্রস্তুত বাবা শত্রুঘ্ন
বিয়ের অনুষ্ঠান থেকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কাজল। সেখানে তাঁকে দেখা যায় নতুন দম্পতি জাহির-সোনাক্ষীর সঙ্গে ডান্স ফ্লোর মাতাতে। ৩ জনেরই গাল ভরা হাসি বুঝিয়ে দেয়, পার্টি ছিল সুপার ডুপার হিট।
আরও পড়ুন: জাহিরকে বিয়ে,সোনাক্ষী লিখলেন, 'পরিবার ও ঈশ্বর-আল্লার আশীর্বাদে বিয়ে সম্পন্ন', রিসেপশন হচ্ছে কোথায়
রেখার সৌন্দর্য এখনও অতুলনীয়। অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশনের সালোয়ার স্যুট পরে এদিন আসেন তিনি। হাতে ম্যাচিং বটুয়া। চুল খোঁপা বাঁধা। গলায় কানে ভারি গয়না। পিচ রঙের পালাজো স্যুটে এসেছিলেন টাবু। বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানুকেও দেখা গেল এদিন। তাঁর গায়ে ছিল সবুজ রঙের স্যুট। এসেছিলেন সঞ্জয় লীলা বনশালি, রবিনা ট্যান্ডন।

হীরামান্ডি কোস্টার অদিতি রাও হায়দারিকে দেখা গেল এদিন। সঙ্গে ছিলেন প্রেমিক-অভিনেতা সিদ্ধার্থ। সোনালি রঙের লেহেঙ্গা পরেছিলেন অদিতি। আর সিদ্ধার্থের সাদা কুর্তার সঙ্গে বেইজ রঙের ওভার কোট। অভিনেতার মাথায় ছিল হেয়ার ব্যান্ড। পার্টিতে রেখার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেল অদিতি-সিদ্ধার্থকে। ৩জনের কাটানো উষ্ণ-ভালোবাসা ভরা মুহূর্ত ভাইরাল সোশ্যালে।
বিগত কয়েকদিনে এই বিয়ে নিয়ে কম কটাক্ষ হয়নি। সোনাক্ষী তাঁর লাইফ পার্টনার হিসেবে মুসলিম জাহিরকে বিয়ে করায় মত নেই পরিবারের, রটেছিল এমনটাও। শেষে এগিয়ে এসে অভিনেত্রীর বাবাই ‘খামোশ’ বলে চুপ করান কটাক্ষকারীদের। গোটা সিনহা পরিবারকে এদিন দেখা গেল বড় মেয়ের পাশে।