২০১২-র ১৫ অগস্ট অবিনাশ সিং রাঠোর ওরফে 'টাইগার' হয়ে এসেছিলে সলমন খান। মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার' পরে ২০১৭ সালে টাইগার জিন্দা হ্যায়, পরবর্তী সময়ে আবারও আসতে চলেছে টাইগার থ্রি। এরপর ২০১৯ 'ওয়ার' ছবিতে এজেন্ট কবীর হয়ে আসেন হৃত্বিক। তারপর ২০২৩, আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সবথেকে বড় হিট 'পাঠান'। সৌজন্যে, অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খান।
'পাঠান' ছবিতে অসময়ে 'পাঠান' শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন 'টাইগার' সলমন। ছবির দৃশ্যে দেখা গিয়েছে রাশিয়ায় বন্দি 'পাঠান'কে লড়াইয়ে সাহায্য করতে হাজির হন 'টাইগার'। শোনা যাচ্ছে, আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলা ‘টাইগার-থ্রি’তে এবার ক্যামিও হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে। তবে শুধু পাশাপাশি দাঁড়িয়ে লড়াই নয়, কিছু অন্য ফন্দি আঁটছেন প্রযোজক, পরিচালক আদিত্য চোপড়া।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে এবার আর শুধু ক্যামিও নয়, দুই সুপারস্টার শাহরুখ-সলমনকে নিয়ে অ্যাকশন ফিল্ম আনতে চলেছেন আদিত্য চোপড়া। যার গল্প ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। যেখানে দেখা যেতে পারে টাইগার বনাম পাঠান লড়াই। ১৯৯৫-এর পর শাহরুখ-সলমন দুই নায়ককে একসঙ্গে গোটা একটা ছবি আর পাননি ভারতীয় সিনেমাপ্রেমী দর্শক। আর এবার এটাই ঘটতে চলেছে। যে ছবির গল্প শ্রীধর রাঘবনের সঙ্গে মিলে লিখছেন আদিত্য চোপড়া।
প্রসঙ্গত শাহরুখ-সলমন ভারতীয় সিনেমার দুনিয়ায় এই মুহূর্তে সবথেকে বেশি জনপ্রিয় সুপারস্টার। সেক্ষেত্রে তাঁদের একই ছবিতে লড়াই করতে দেখলে দর্শকমহলে কতটা উত্তেজনা তৈরি হতে পারে, তা সত্যিই অকল্পনীয়। এক্ষেত্রে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের আয়রন ম্যান বনাম ক্যাপ্টেন আমেরিকা এবং ডিসি ইউনিভার্সের ব্যাটম্যান বনাম সুপারম্যানের মধ্যে যা ঘটেছিল তার সঙ্গে অনেকেই যে তুলনা টানবেন তা বলাই বাহুল্য।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান মুক্তি পায় ২৫ জানুয়ারি। সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে ছবিখানা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান মুক্তি পায় ২৫ জানুয়ারি। সারা বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছে ছবিখানা। রিপোর্ট অনুসারে, পাঠান সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির মধ্যে অন্যতম হয়ে উঠতে চলেছে। আর এই সাফল্য উদযাপন করতেই ঠিক করা হয়েছে বিশেষ উপহার দেওয়া হবে আমজনতাদের। উদযাপন করা হবে ‘পাঠান’ দিবস। যা হতে চলেছে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার। PVR, Inox, Cinepolis, Miraj, Movietime-এর মতো সিনেমা হলে পাঠানের টিকিটের দাম থাকবে মাত্র ১১০ টাকা।