বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 18 Teaser: এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর

Bigg Boss 18 Teaser: এবারের বিগ বস থিম ‘টাইম কা তাণ্ডব’! প্রথম প্রতিযোগী হিসেবে নাম এল এই ‘নাগিন’-এর

বিগ বস ১৮-তেও সঞ্চালক হিসেবে দেখা যাবে সলমন খানকে।

বিগ বস ১৮-র প্রথম টিজার এল প্রকাশ্যে। যা অভিনেতা সলমন খানের হোস্ট হিসাবে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছে এবং এই বছরের থিম হতে চলেছে ‘টাইম কা তাণ্ডব’। 

বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১৮তম সিজনের টিজার চলে এসেছে। যতই বিতর্ক থাকুক না কেন, এই রিয়েলিটি শো-র উত্তেজনাই আলাদা থাকে দর্শকদের মধ্যে। টিজারটি সোমবার রাতে কালার্স টিভি শেয়ার করেছে। এবং দর্শকদের এক টুইস্ট ও টার্ন ওয়ালা রোমাঞ্চকর যাত্রার প্রতিশ্রুতি দিয়েছে।

'বিগ বস দেখেঙ্গে ঘরওয়ালো কা ফিউচার',

টিজারটি কেবল বিগ বস ১৮-র হোস্ট হিসাবে সলমন খানের প্রত্যাবর্তনকে নিশ্চিত করেননি, সঙ্গে 'টাইম কা তাণ্ডব' থিমটিও সামনে আনা হয়েছে।

আরও পড়ুন: যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’

কালার্স টিভি প্রোমোটি শেয়ার করেছে, যাতে সলমনের ভয়েসওভার রয়েছে- ‘বিগ বস দেখেঙ্গে ঘরওয়ালো কা ভবিষ্যত। আব হোগা টাইম কা তাণ্ডব (বিগ বস বাড়ির সদস্যদের ভবিষ্যত দেখবে। এখন সময় এসেছে সময়ের রোষের সাক্ষী হওয়ার)।’ 

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার বিনোদনের ইচ্ছা তখনই পূরণ হবে যখন সময়ে সময়ে বিগ বস-এ নতুন মোড় নিয়ে আসবে। আপনি কি সিজন ১৮-র জন্য প্রস্তুত? শীঘ্রই কালার্স অ্যান্ড @officialjiocinema- এ বিগ বস ১৮ দেখুন।’ 

আরও পড়ুন: ডাক্তার আন্দোলনের নামে অগ্নি ‘খাবার নষ্ট’ করছে অভিযোগ, ছবি দিয়ে প্রমাণ রাখলেন আরজে

নিয়া শর্মাকে কি বিগ বস ১৮-তে দেখা যাবে?

যদিও টিজারটি আরও কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে জানা গিয়েছে যে অভিনেত্রী নিয়া শর্মাকে এই মরসুমের প্রথম প্রতিযোগী হিসাবে নিশ্চিত করা হয়েছে। শোয়ের একটি ঘনিষ্ঠ সূত্র, সম্প্রতি ইন্ডিয়া টুডেকে প্রকাশ করেছে যে নিয়ার সঙ্গে অতীতে অসংখ্যবার যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি সম্প্রতি এই সিজনে অংশ নিতে রাজি হয়েছেন।

আরও পড়ুন: দেখেই খুলে ফেললেন গায়ের কোট…! বিতর্ক অতীত, পার্টিতে রণজয়-শ্যামৌপ্তি একসঙ্গে, প্রেমে কি পড়বে শিলমোহর?

নিয়া এর আগে রিয়েলিটি শো খতরো কে খিলাড়ি ৮-এ অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ফাইনালেও উঠেছিলেন। তারপরে তিনি কোভিড -১৯ মহামারী চলাকালীন খতরো কে খিলাড়ি - মেড ইন ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন এবং বিজয়ী হন।

এছাড়াও টিভি অভিনেতা অঞ্জলি আনন্দ, চাহাত পান্ডে এবং স্প্লিটসভিলা খ্যাত কাশিশ কাপুরও বিগ বস ১৮-তে প্রবেশ করতে চলেছেন বলে গুঞ্জন রয়েছে।

এখানেই শেষ নয়, শোনা গিয়েছিল গোবিন্দা পত্নী সুনীতাও নাকি থাকবেন বিগ বসে। তবে সেই নিয়ে প্রশ্ন করা হলেই, রেগে যান তিনি। জানান, চারবাচ তার কাছে অফার এসেছে। ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে পালটা বলেন, প্রশ্নকর্তা ভাবল কি করে তিনি বাথরুম পরিষ্কার করবেন? এমনকী, তাঁকে বলতে শোনা যায়, কখনো কেউ শাহরুখ-পত্নী গৌরীকে গিয়ে এই প্রশ্ন করে কি না! এমনকী, প্রশ্ন তোলেন, তাঁকে দেখে কি মনে হয়, তাঁর টাকার অভাব রয়েছে! 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল প্রতিপদ থেকেই পুজোর রীতি, এই রাজবাড়িতে পর্যটকদের জন্য রয়েছে থাকার বন্দোবস্ত 'দুজনেই খুব লাজুক তাই…' প্রেমিকের সঙ্গে প্রথম পুজো, কী প্ল্যান করলেন দিতিপ্রিয়া 'আমার মা ভারতেই আছেন...', গুজব উড়িয়ে দাবি হাসিনার ছেলের ৯১৬৩৭৩…দুর্গাপুজোয় কেউ হারিয়ে গেলে ফোন করুন এই হেল্পলাইনে, উদ্যোগে কলকাতা পুলিশ সিঙ্গাপুর জুড়ে ‘জিগরা’-র শ্যুটিং, দেখে নিন আলিয়া-বেদাংয়ের কিছু BTS মুহূর্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.