বহুল প্রতীক্ষিত রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১৮তম সিজনের টিজার চলে এসেছে। যতই বিতর্ক থাকুক না কেন, এই রিয়েলিটি শো-র উত্তেজনাই আলাদা থাকে দর্শকদের মধ্যে। টিজারটি সোমবার রাতে কালার্স টিভি শেয়ার করেছে। এবং দর্শকদের এক টুইস্ট ও টার্ন ওয়ালা রোমাঞ্চকর যাত্রার প্রতিশ্রুতি দিয়েছে।
'বিগ বস দেখেঙ্গে ঘরওয়ালো কা ফিউচার',
টিজারটি কেবল বিগ বস ১৮-র হোস্ট হিসাবে সলমন খানের প্রত্যাবর্তনকে নিশ্চিত করেননি, সঙ্গে 'টাইম কা তাণ্ডব' থিমটিও সামনে আনা হয়েছে।
আরও পড়ুন: যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’
কালার্স টিভি প্রোমোটি শেয়ার করেছে, যাতে সলমনের ভয়েসওভার রয়েছে- ‘বিগ বস দেখেঙ্গে ঘরওয়ালো কা ভবিষ্যত। আব হোগা টাইম কা তাণ্ডব (বিগ বস বাড়ির সদস্যদের ভবিষ্যত দেখবে। এখন সময় এসেছে সময়ের রোষের সাক্ষী হওয়ার)।’
ক্যাপশনে লেখা হয়েছে, ‘আপনার বিনোদনের ইচ্ছা তখনই পূরণ হবে যখন সময়ে সময়ে বিগ বস-এ নতুন মোড় নিয়ে আসবে। আপনি কি সিজন ১৮-র জন্য প্রস্তুত? শীঘ্রই কালার্স অ্যান্ড @officialjiocinema- এ বিগ বস ১৮ দেখুন।’
আরও পড়ুন: ডাক্তার আন্দোলনের নামে অগ্নি ‘খাবার নষ্ট’ করছে অভিযোগ, ছবি দিয়ে প্রমাণ রাখলেন আরজে
নিয়া শর্মাকে কি বিগ বস ১৮-তে দেখা যাবে?
যদিও টিজারটি আরও কোনও বিবরণ প্রকাশ করেনি, তবে জানা গিয়েছে যে অভিনেত্রী নিয়া শর্মাকে এই মরসুমের প্রথম প্রতিযোগী হিসাবে নিশ্চিত করা হয়েছে। শোয়ের একটি ঘনিষ্ঠ সূত্র, সম্প্রতি ইন্ডিয়া টুডেকে প্রকাশ করেছে যে নিয়ার সঙ্গে অতীতে অসংখ্যবার যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি সম্প্রতি এই সিজনে অংশ নিতে রাজি হয়েছেন।
নিয়া এর আগে রিয়েলিটি শো খতরো কে খিলাড়ি ৮-এ অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ফাইনালেও উঠেছিলেন। তারপরে তিনি কোভিড -১৯ মহামারী চলাকালীন খতরো কে খিলাড়ি - মেড ইন ইন্ডিয়ায় অংশ নিয়েছিলেন এবং বিজয়ী হন।
এছাড়াও টিভি অভিনেতা অঞ্জলি আনন্দ, চাহাত পান্ডে এবং স্প্লিটসভিলা খ্যাত কাশিশ কাপুরও বিগ বস ১৮-তে প্রবেশ করতে চলেছেন বলে গুঞ্জন রয়েছে।
এখানেই শেষ নয়, শোনা গিয়েছিল গোবিন্দা পত্নী সুনীতাও নাকি থাকবেন বিগ বসে। তবে সেই নিয়ে প্রশ্ন করা হলেই, রেগে যান তিনি। জানান, চারবাচ তার কাছে অফার এসেছে। ফিরিয়ে দিয়েছেন। সঙ্গে পালটা বলেন, প্রশ্নকর্তা ভাবল কি করে তিনি বাথরুম পরিষ্কার করবেন? এমনকী, তাঁকে বলতে শোনা যায়, কখনো কেউ শাহরুখ-পত্নী গৌরীকে গিয়ে এই প্রশ্ন করে কি না! এমনকী, প্রশ্ন তোলেন, তাঁকে দেখে কি মনে হয়, তাঁর টাকার অভাব রয়েছে!